মাল্টার সর্বনিম্ন বেতন ও থাকা খাওয়ার খরচ কেমন জানুন

মাল্টার সর্বনিম্ন বেতন ও থাকা খাওয়ার খরচ কেমন জানুন

মাল্টার সর্বনিম্ন বেতন ও থাকা খাওয়ার খরচ কেমন জানুন

পর্যটন শিল্পের ওপরে নির্ভরশীল ইউরোপের এ দেশটি সম্পর্কে আমাদের মধ্যে অনেকেরই প্রচুর আগ্রহ রয়েছে। আমাদের দেশের একটি জেলা শহরের সমান দেশটির রাজধানী হওয়া সত্ত্বেও অর্থনৈতিকভাবে অনেক উন্নত এবং পাশাপাশি পরিবেশগত দিক দিয়েও দেশটি অনন্য। অন্যান্য দেশের তুলনায় মালটায় একটু তুলনামূলক গরম আবহাওয়া হওয়ার কারণে ইউরোপের অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ মালটায় আসে থাকার জন্য। চারিদিকে বিভিন্ন দ্বীপ এবং আইল্যান্ডের সমারোহ মুগ্ধ করার মত। দেশটিতে পর্যটন খাত এবং নির্মাণ খাতে প্রচুর পরিমাণে বৈদেশিক শ্রমিকের চাহিদা রয়েছে। তবে দেশটির সরকার কেবল পারমিট টিস্যু করে যার কারণে এখানে আসার পরেও অনেকের বেকার থাকতে হয় এবং বাধ্য হয়ে অন্য দেশে পালিয়ে যেতে হয়।

মাল্টায় কাজ ও বেতন সম্পর্কে

মালটাতে আপনি যে ধরনের কাজ করেন না কেন প্রতিদিন ৮ ঘন্টা করে ডিউটি করতে হবে। এক্ষেত্রে আপনার বেসিক স্যালারি আসবে ৮০০ ইউরো এর মত। তবে এক জায়গায় আট ঘন্টা কাজ করার পর যদি আপনি পার্টটাইম অন্য একটি কাজ করেন তাহলে সে ক্ষেত্রে বেতন কিছুটা বেশি আসবে। অথবা যে সমস্ত কোম্পানিতে ওভারটাইম করার সুযোগ রয়েছে সে সমস্ত কোম্পানিতে কাজ করলে কিছুটা বাড়তি বেতন পেতে পারেন।

তবে যারা অনেকদিন যাবত মাল্টা তে কাজ করে তারা তারা সর্বোচ্চ এক হাজার থেকে শুরু করে ১২০০ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারেন। তবে অফ সিজনে ইনকাম অনেকটাই কমে যাবে যেটি অনেক বড় সমস্যার একটি কারণ। এখানকার ৯০% কাজ বিভিন্ন সাপ্লায়ার কোম্পানির মাধ্যমে এসে থাকে যার কারণে ইনকাম করা অনেকটাই কঠিন।

উদাহরণস্বরূপ ডেলিভারির কাজ করেন তাহলে সেক্ষেত্রে কোম্পানি থেকে বাইক এবং তেল খরচ দেবে তবে তার বিনিময়ে আপনার বেতন থেকে ৫০% কেটে নেবে। অর্থাৎ আপনি অনেক পরিশ্রম করার পরও যদি সর্বোচ্চ দুই হাজার ইউরো পর্যন্ত আয় করেন তাহলে সে ক্ষেত্রে ১০০০ ইউরো আপনার কোম্পানি বাইক এবং তেল খরচ হিসেবে নিয়ে নেবে। তবে আপনি যদি হোল্ড কোম্পানির আইডি নেন তাহলে সেক্ষেত্রে আপনার ৮০০ ইউরো মত ইনকাম হওয়ার সুযোগ থাকবে। তবে আপনি শুধুমাত্র জুন এবং জুলাই মাসে আপনি ১৫০০ ইউরো বা তার বেশি ইনকামের সুযোগ পেতে পারেন।

ফুড ডেলিভারি ছাড়া অন্যান্য যে সমস্ত কাজগুলো রয়েছে তার মধ্যে প্রায় সবগুলোরই বেসিক স্যালারি ৮০০ ইউরো এর মত হয়ে থাকে অর্থাৎ কাজের জন্য আপনি পাঁচ ইউরো করে বেতন পাবেন। তবে দুঃখজনক ব্যাপার হলো কোম্পানি যেভাবেই বেতন ধার্য করুক না কেন মাস শেষে আপনার বেতন ৮০০ থেকে ৯০০ ইউরো মতই হবে।

মাল্টায় খরচ সমূহ

উপরের আলোচনা থেকে আশা করা যায় বুঝতে পেরেছেন আয় কেমন হতে পারে। তবে শুধু আয় হিসাব করলেও তো হবে না ব্যয় এর দিকটাও দেখতে হবে। খরচের ক্ষেত্রে সর্বপ্রথম যেটি আসবে সেটি হল থাকার খরচ অথবা বাড়ি ভাড়া। আপনি যদি এক রুমে দুইজন থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ১৫০ ইউরো এর মত প্রতি মাসে ভাড়া দিতে হতে পারে। সাথে অন্য যে সমস্ত বিলগুলো রয়েছে যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানির বিল এবং অন্যান্য এ জাতীয় যে খরচগুলো রয়েছে সেগুলো যোগ করতে হবে।

খাবার অনেকাংশে আপনার উপরে নির্ভর করবে কারণ আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন এবং আপনার স্মোকিং বা অন্যান্য কোন অভ্যাস আছে কিনা সেটার উপরে নির্ভর করে আসলে খরচটা নির্ধারিত হবে। তবে আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন তাহলে ১০০ ইউরো হলে এক মাসের খাওয়ার খরচ চালিয়ে নেয়া সম্ভব।

এছাড়া অনেক বড় একটি খরচ হবে প্রতিবছরে যখন ওয়ার্ক পারমিট এবং ভিসা রিনিউ করতে হবে, বাড়ি ভাড়ার কন্টাক্ট সাইন করতে হবে এবং অন্যান্য মেডিকেল খরচ সহ এ সমস্ত যে খরচ গুলো রয়েছে সেগুলোর জন্য এক হাজার ইউরো খরচ হিসেবে ধরে রাখতে হবে। প্রতি মাসের বেতন থেকে আপনি যদি ৮০ ইউরো সরিয়ে রাখেন তাহলে সে ক্ষেত্রে বাৎসরিক ভিসা রিনিউ সহ এ সমস্ত খরচ গুলো অনায়াসে বহন করতে পারবেন।

সতর্কতা

মাল্টাতে কিন্তু প্রচুর পরিমাণে কাজের সংকট রয়েছে অর্থাৎ প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাজের ভিসা নিয়ে এসে বিপুল সংখ্যক লোক কিন্তু বেকার জীবন যাপন করছে কাজের অভাবে। আগেই বলেছি মালটা তে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো বিভিন্ন সাপ্লাইয়ার কোম্পানি দিয়ে থাকে। এছাড়া বড় একটি অসুবিধা হল দেশটিতে যে পরিমাণ কাজে সুযোগ রয়েছে তার চাইতে প্রায় দ্বিগুণ ওয়ার্ক পারমিট দেয়া হয়ে থাকে যার কারণে সবাই এখানে এসে কাজের সুযোগ পায় না। এছাড়া দেশটির ইমিগ্রেশন কিন্তু প্রচুর পরিমাণে করাকরি রয়েছে।

শেষ কথা

যেকোনো দেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার আগে অবশ্যই সেখানকার বেতন এবং যে সমস্ত খরচ গুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া উচিত তাছাড়া সেখানে গিয়ে ভালো কিছু আশা করা একটু কঠিন হয়ে পড়বে। আর আমরা যেহেতু কোন প্রকার ভিসা প্রসেসিং সম্পর্কিত কাজের সাথে জড়িত নয় আমাদের তথ্যের বিভিন্ন প্রকার পার্থক্য থাকতে পারে আপনি নিজ দায়িত্বে সেগুলো যাচাই-বাছাই করে এরপরে আর্থিক লেনদেন করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url