কম্পিউটারে বাংলা লেখার নিয়ম ও বাংলা টাইপিং এর সহজ উপায়

কম্পিউটারে বাংলা লেখার নিয়ম

কম্পিউটারে বাংলা লেখার নিয়ম

কম্পিউটারে ইংরেজি লিখতে খুব বেশি অসুবিধা না হলেও আমাদেরকে বাংলা লেখা সময় কিন্তু বেশ অসুবিধায় পড়তে হয়। কম্পিউটারে বাংলা লেখার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের আর্টিকেলে। বিভিন্ন keyboard এবং অনলাইন টুল এর মাধ্যমে কিভাবে কম্পিউটারে খুব সহজেই বাংলা লেখা যায় সে সম্পর্কে জানতে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

ইউনিকোড বাংলা কি-বোর্ড লেআউট

বাংলা লেখার জন্য সবচাইতে পুরাতন এবং জনপ্রিয় উপায় হল বিভিন্ন কিবোর্ড যেমন বিজয় ৫২ অথবা অভ্র এই দুটি কিবোর্ড সাধারণত বাংলা লেখার জন্য ব্যবহার করা হয়। নিচে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

অভ্র কি-বোর্ড (Avro Keyboard)

বর্তমানে আমরা এই কিবোর্ডটি স্মার্ট ফোনে সবচাইতে বেশি ব্যবহার করে থাকি। তবে আপনি চাইলে কম্পিউটারে এই কিবোর্ডটি ইন্সটল করে ঠিক ফোনের মত করেই অনায়াসে বাংলা টাইপিং করতে পারবেন কম্পিউটারে। এই কীবোর্ডের একটি বিশেষত্ব হলো এখানে বাংলা ফনেটিক স্টাইলে লেখা যায়। উদাহরণস্বরূপ আপনি যদি ইংরেজিতে tumi লেখেন সে ক্ষেত্রে এটি অভ্র কিবোর্ড এর মাধ্যমে বাংলাতে তুমি হয়ে যাবে। সাধারণত এই ফিচারটির কারণেই কিবোর্ডটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।

বিজয় কি-বোর্ড (Bijoy Keyboard)

বিজয় কিবোর্ড বা বিজয় বায়ান্ন অনেক পুরাতন একটি টাইপিং মাধ্যম। এখনো সাধারণত বিভিন্ন অফিসিয়াল কাজে এই কিবোর্ড টি ব্যবহার করা হয় বাংলা টাইপিং এর ক্ষেত্রে। অনেকে তো আবার কম্পিউটারে বাংলা টাইপিং মানেই বিজয় ৫২ কিবোর্ড কেই বুঝে থাকেন। এই কীবোর্ডে লেখালেখি করার জন্য আপনাকে কোন ট্রেনিং সেন্টার থেকে টাইপিং এর উপরে একটি প্রশিক্ষণ নিতে হবে কারণ এখানে নির্দিষ্ট কিছু ফরম্যাট ব্যবহার করা হয় যেগুলো আপনি কখনোই প্র্যাকটিস না করে আয়ত্তে আনতে পারবেন না।

অনলাইন বাংলা টাইপিং টুলস

আপনি যদি কোনো কারণে চিন্তা করে থাকেন যে আপনার কম্পিউটারে কোন প্রকার কিবোর্ড ইন্সটল করবেন না তাহলে সে ক্ষেত্রে আপনি অনলাইন কিছু বাংলা টাইপিং টুলস রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন তাহলে আপনি কোন প্রকার কিবোর্ড এর সাহায্য ছাড়াই অনায়াসে বাংলা টাইপিং এর কাজ চালিয়ে নিতে পারবেন। এরকম দুটি টুলস সম্পর্কে নিজে বিস্তারিত আলোচনা করা হলো।

Google Input Tools

গুগলের এই টুলস এর মাধ্যমে আপনি একদম হুবহু অভ্র কিবোর্ড এর মত ফোনেটিক স্টাইলে বাংলা টাইপিং করতে পারবেন অর্থাৎ এখানেও আপনি যদি ইংরেজিতে tumi লেখেন তাহলে অটোমেটিক্যালি সেটি বাংলাতে তুমি তে কনভার্ট হয়ে যাবে। এর জন্য আপনাকে কোন প্রকার সফটওয়্যার ইন্সটল করতে হবে না আপনি চাইলে যে কোন ব্রাউজার দিয়ে গুগলের এই টুলস ব্যবহার করতে পারবেন।

বাংলা টাইপিং ওয়েবসাইট

বর্তমানে কম্পিউটার কিংবা স্মার্টফোন ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন বাংলা টাইপিং ওয়েবসাইট তৈরি করা হয়েছে যেখানে গ্রাহক চাইলে খুব সহজেই কোন প্রকার সফটওয়্যার এর ঝামেলা ছাড়াই বাংলা টাইপিং এর কাজ করতে পারবেন। কনভার্টবাংলা.কম বা টাইপবেঙ্গলি.কম দুটি বাংলা টাইপিং ওয়েবসাইট যেখানে আপনি খুব দ্রুততার সাথে বাংলা টাইপিং করতে পারবেন।

অফিস সফটওয়্যারে বাংলা লেখা

আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড অথবা google docs ব্যবহার করেন তাহলে সে ক্ষেত্রে আপনি ভয়েস টাইপিং এর সুবিধা পাবেন যেখানে কোন প্রকার কিবোর্ডের ঝামেলা ছাড়াই ভয়েসের মাধ্যমে অনায়াসেই খুব দ্রুত বাংলা টাইপিং করতে পারবেন। আপনি যদি গুগল ডক্স ইউজ করেন তাহলে সে ক্ষেত্রে কিবোর্ডের ctcl+shift+s এ তিনটি বাটন একই সাথে চাপ দিলে ভয়েস টাইপিং এর অপশন আসবে। এরপরে মাইক্রোফোনের উপরের অংশে সিলেক্ট করে আপনি কোন ভাষায় টাইপিং করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যদি বাংলাতে টাইপিং করতে চান তাহলে সেক্ষেত্রে বাংলা সিলেক্ট করে আপনি ভয়েস টাইপিং শুরু করে দিতে পারবেন। 

শেষ কথা

উপরের যে কোন একটি পদ্ধতি ব্যবহার করে আপনি চাইলে কম্পিউটারে অনায়াসে বাংলা টাইপিং করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি কোন প্রকার প্রশিক্ষণ ছাড়া খুব সহজেই ফোনের মত করে বাংলা লিখতে চান তাহলে সেক্ষেত্রে অভ্র কিবোর্ড ইন্সটল করতে পারেন এটি ব্যবহারের জন্য আপনাকে কোন প্রকার ট্রেনিং নিতে হবে না। তবে আপনি যদি একবারে অফিশিয়াল ভাবে বাংলা টাইপিং শিখতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে বিজয় বা অন্য কিবোর্ড ইন্সটল করে বিভিন্ন অনলাইন কোর্স অথবা অফলাইন কোন কোর্স করে বিজয় বায়ান্ন কিবোর্ড কিভাবে বাংলা লিখতে হয় শিখে নিতে হবে। আর আপনি যদি সবচাইতে সহজ ভাবে এবং দ্রুততার সাথে বাংলা টাইপিং করতে চান তাহলে গুগল ডকস ব্যবহার করতে পারেন এখানে আপনি ভয়েস টাইপিং এর সুবিধা পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url