পোল্যান্ড কাজের বেতন কত? পেশা অনুযায়ী বেতন জেনে নিন
পোল্যান্ড কাজের বেতন কত? পেশা অনুযায়ী বেতন জেনে নিন
আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে যারা ইউরোপে যেয়ে থাকেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী পোল্যান্ডকে বেছে নিয়ে থাকেন কাজের জন্য। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ হবার কারণে সেখানে উচ্চ বেতনের পাশাপাশি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি গুলোর তুলনায় জীবনযাত্রার খরচ তুলনামূলক কম হয়ে থাকে। আজকের আর্টিকেল আমরা পোল্যান্ডে কোন কাজের বেতন কত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
এক নজরে পোল্যান্ড কাজের বেতন
পৃথিবীর অন্যান্য দেশের মতো পোলান্ডেও একজন কর্মীর বেতন নির্ধারণ করা হয় তার কাজের ধরন এবং অভিজ্ঞতার উপরে ভিত্তি করে। তবে ২০২৪ সালের তথ্য মতে পোলান্ডে বিভিন্ন কর্ম ক্ষেত্রে গড় বেতন ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তাছাড়া যদি সর্বনিম্ন বেতনের কথা বলতে চান তাহলে ২০২৩ সালের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন বেতন ছিল ৩৪৯০ PLN প্রতি মাসে যা বাংলাদেশী টাকায় ১ লাখ ৮ হাজার ৫২২ টাকা এবং প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতন নির্ধারিত ছিল ২২ দশমিক ৮০ PLN বা ৭০৮ টাকা।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন নির্মাণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার ইত্যাদি পেশাজীবীদের ক্ষেত্রে মাসিক গড়ে বেতন সেখানকার স্থানীয় মুদ্রা পোলিশ জুলেটি বা (PLN) অনুসারে ৫২০০ PLN হয়ে থাকে যা ১১১০ ইউরোর সমান এবং বর্তমানে আজকের রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় ১ লক্ষ ৪৭ হাজার ৬১৩ টাকার সমান। অন্যদিকে অন্যান্য যে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকেরা রয়েছে তাদের ক্ষেত্রে বেতন গড়ে ৪ হাজার ৫০০ PLN বা ৯৬০ ইউরো মত হয়ে থাকে। এছাড়া বিভিন্ন যানবাহনের ড্রাইভার হিসেবে যারা কাজ করেন তাদের বেতন প্রায় ৬৫০০ PLN বা ১৩১০ ইউরো মতো হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশে টাকায় বেতন হিসাব করতে চান তাহলে গুগলে গিয়ে ইউরো টু বিডিটি অথবা PLN টু বিডিটি লিখে সার্চ করলে কনভার্টার চলে আসবে সেখান থেকে হিসাব করে নিতে পারবেন।
বিভিন্ন পেশায় কাজের বেতন
নির্মাণ শ্রমিক
অন্যান্য দেশের মতো পোল্যান্ডেও প্রচুর পরিমাণে নির্মাণ শ্রমিকের চাহিদা রয়েছে যা সেখানকার একটি সাধারণ পেশা হিসেবে বিবেচিত হয়। যদিও কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করে বেতন ভিন্ন রকমের হতে পারে তবে নির্মাণ শ্রমিকেরা পোল্যান্ডে কাজের বিনিময়ে প্রতিমাসে ৫,২০০ PLN বেতন পেয়ে থাকেন যা ১১১০ ইউরোর কাছাকাছি। এই টাকাকে যদি আপনি বাংলাদেশে টাকায় হিসাব করেন তাহলে একজন নির্মাণ শ্রমিকের মাসিক বেতন হবে বাংলাদেশি টাকায় ১ লাখ ৬১ হাজার ৬৯৪ টাকা মতো।
ড্রাইভিং
ড্রাইভার বা পরিবহন খাতের একজন শ্রমিকের বেতন পোল্যান্ড এ প্রতি মাসে ৬,৫০০ PLN বা (প্রায় ১,৩৯০ ইউরো হয়ে থাকে যা যা বাংলাদেশের ঢাকায় দুই লাখ টাকার উপরে হয়। বিভিন্ন যানবাহনের ড্রাইভার যেমন; পাবলিক ট্রান্সপোর্ট, ট্রাক ড্রাইভার, কার ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার ইত্যাদি কাজ পোল্যান্ডে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশী প্রবাসীরা প্রচুর পরিমাণে পোল্যান্ডে পরিবহন খাতে কাজ করার উদ্দেশ্যে যাচ্ছে এবং তুলনামূলকভাবে ভালো বেতনে এবং সুযোগ সুবিধা সম্বলিত কাজগুলি করছে।
কারখানা শ্রমিক
বিভিন্ন শিল্পকারখানায় সাধারণ শ্রমিক হিসেবে যারা কাজ করেন তাদের বেতন প্রায় ৪,৫০০ PLN (প্রায় ৯৬০ ইউরো) মত হয়ে থাকে যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা হয়। যদিও অন্যান্য কাজের তুলনায় এখানে বেতন একটু কম তবে আপনি যদি নিয়মিত কাজ করতে চান তাহলে এই সেক্টরটি আপনার জন্য যথেষ্ট ভালো হবে। অন্যান্য কাজগুলো সবসময়ই একইভাবে পাওয়া না গেলেও কারখানা শ্রমিকের চাহিদা সবসময় একইরকম থাকে তাই সেখানে কাজ খুঁজে পাওয়া নিয়ে কোন প্রকার অসুবিধায় পড়তে হয় না।
হোটেল বা রেস্টুরেন্টে কাজ
প্রবাসে গিয়ে বাংলাদেশী রা সবচাইতে বেশি যে কাজগুলো করে থাকে সেগুলোর তালিকা করলে হোটেল বা রেস্টুরেন্ট এর কাজ সবচাইতে আগেই থাকবে। পৃথিবীর অন্যান্য দেশের মত পোল্যান্ডেও হোটেল এবং রেস্টুরেন্টের বিভিন্ন কাজের জন্য প্রচুর পরিমাণে বিদেশি শ্রমিক গিয়ে থাকে। এক্ষেত্রে একজন পেশাজীবীর বেতন প্রায় ৫,০০০ PLN বা ১০৭০ ইউরো হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের টাকা হিসাব করলে এই সেক্টরের একজন কর্মীর বেতন ১ লাখ ৫৫ হাজার টাকা মতো হবে।
কৃষি শ্রমিক
কৃষি শ্রমিকের কথা বলতে গেলে বছরের নির্দিষ্ট মৌসুমে এই সেক্টরে প্রচুর পরিমাণে শ্রমিকের চাহিদা থাকে বিশেষ করে যখন কোন ফসল জমি থেকে তোলা হয়। সাধারণত কৃষি শ্রমিকদের মৌসুমের ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়। প্রচুর পরিমাণে চাহিদা এবং অস্থায়ী হওয়ার কারণে এই কাজগুলো খুব সহজেই পাওয়া যায়। তবে এক্ষেত্রে বেতন মৌসুম অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। একজন কৃষি শ্রমিকের বেতন গড়ে ৪০০০ থেকে ৫০০০ PLN বা ৮৫০ থেকে ১০৭০ ইউরো অবদি হতে পারে। বাংলাদেশি টাকায় এই বেতনের পরিমাণ ১ লাখ ২৪ হাজার থেকে শুরু করে ১ লাখ ৫৪ হাজার পর্যন্ত হয়।
শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা
যাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত যোগ্যতা রয়েছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে যারা কাজ করে পোল্যান্ডে তাদের বেতন সবচাইতে বেশি হয়ে থাকে। উদাহরণস্বরূপ আপনি যদি একজন আইটি বিশেষজ্ঞ বা প্রোগ্রামারের কথা চিন্তা করেন তাহলে তাদের মাসিক বেতন প্রায় ৮,০০০ PLN (১,৭১০ ইউরো) পর্যন্ত বা তারও বেশি হতে পারে। এই বেতনের পরিমাণ যদি আপনি বাংলাদেশি টাকায় রূপান্তর করেন তাহলে প্রায় আড়াই লাখ টাকা বা তারও বেশি হবে।
শেষ কথা
আপনি যদি পোল্যান্ডের কোন কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনার সবচাইতে আগে প্রয়োজন হবে সেখানে অবস্থিত কোন কোম্পানির থেকে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং নির্ধারিত কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর আপনি যদি নির্বাচিত হন তাহলে ভিসা হাতে পাবেন।
এক্ষেত্রে যোগ্যতা হিসেবে আপনি যদি তাদের দেশে প্রচলিত ভাষা সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখেন এবং প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন তাহলেই হবে। যেহেতু ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় এখানে জীবনযাত্রার খরচ একটু কম তাই সেগুলো মিটিয়ে চাইলেই একজন প্রবাসী খুব ভালো পরিমাণে বেতনের টাকা সঞ্চয় করতে পারে মূলত এই কারণেই অনেকে পোল্যান্ডকে বেছে নেয়।
আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url