ইতালির ভিসা আবেদন; ভিসা পেতে কতদিন লাগে এ টু জেড তথ্য

ইতালির ভিসা আবেদন; ভিসা পেতে কতদিন লাগে এ টু জেড তথ্য

ইতালির ভিসা আবেদন; ভিসা পেতে কতদিন লাগে এ টু জেড তথ্য

অনেকেই বিভিন্ন মাধ্যমে জানতে চেয়ে থাকেন ইতালির ভিসা আবেদনের ক্ষেত্রে অরিজিনাল পাসপোর্ট জমা দিতে হয় কি না। আজকের আর্টিকেলে আমরা ভিসা আবেদনের সময় অরিজিনাল পাসপোর্ট জমা দিতে হয় কিনা এবং ভিসা আবেদনের সময় পাসপোর্ট এর মেয়াদ কতদিন থাকতে হবে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।

ইতালির ভিসার জন্য অরিজিনাল পাসপোর্ট জমা দিতে হয় কি না

প্রথমত ইতালির ভিসার আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য আপনার একটি নুলস্তা বা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে। এবং এই আবেদন প্রক্রিয়া টি ইতালিতে কোন আইনজীবীর মাধ্যমে সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে আপনার পাসপোর্ট এর একটি ফটোকপি জমা দিতে হবে সেখানে অরিজিনাল পাসপোর্ট জমা দেয়ার কোন প্রয়োজন নেই। অর্থাৎ এক্ষেত্রে আপনাকে পাসপোর্ট এর একটি ফটোকপি অথবা স্ক্যান কপি দিলেই হবে।

এরপরে আপনি যখন নুলস্তা হাতে পেয়ে যাবেন তখন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে। আপনি যখন নুলস্তা হাতে পেয়ে যাবেন তখন তার সাথে আরও অন্যান্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো জমা দেয়ার মাধ্যমে বাংলাদেশে অবস্থিত ভিএফএস গ্লোবালে জমা দিয়ে ভিসার জন্য পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে হবে। এবং এখানে উল্লেখ্য বিষয় হলো নুলস্তা বা ওয়ার্ক পারমিটের আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট এর অরজিনাল কপির প্রয়োজন না হলেও ভিসা আবেদনের জন্য যখন ওয়ার্ক পারমিট জমা দিবেন তখন পাসপোর্ট এর অরজিনাল কপি এবং এর সাথে কয়েক কপি ফটোকপি জমা দিতে হবে।

ইতালির ভিসার আবেদনের জন্য পাসপোর্টের মেয়াদ কতদিন লাগবে

ইতালির ভিসা আবেদনের সম্পূর্ণ প্রসেস টা যেহেতু দুটি ধাপের সম্পন্ন হয় প্রথম ধাপ হলো নুলস্তা বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন এবং পরবর্তী ধাপ হল যখন আপনি ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাবেন তখন ভিসার জন্য আবেদন করা। অর্থাৎ আপনাকে প্রথমে ইতালি থেকে ওয়ার্ক পারমিট বের করতে হবে আবেদন করার মাধ্যমে এরপরে বাংলাদেশে অবস্থিত ভিএফএস গ্লোবালের মাধ্যমে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর ভিসার জন্য আবেদন করতে হবে।

ইতালিতে যখন নুলস্তার জন্য আবেদন হয় তখন আপনার পাসপোর্ট এর মেয়াদ ছয় মাস থাকলেই হবে তবে সর্বনিম্ন এক মাস থাকলেও কিন্তু আপনি আবেদন জমা করতে পারবেন। পরবর্তীতে যখন ভিএফএস গ্লোবালে ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন আঠারো মাস থাকতে হবে। অর্থাৎ ওয়ার্ক পারমিটের আবেদনের জন্য আপনার ভিসার মেয়াদ সর্বনিম্ন এক মাস এবং ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ১৮ মাস থাকা বাধ্যতামূলক এছাড়া আপনি ভিসা প্রসেসিংয়ের কাজ করতে পারবেন না।

এম্বাসি ফেস করার কতদিন পর ইতালির ভিসা বের হয়

মূলত ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল অর্থাৎ এমবাসি ফেস করার পর তখন তিন দিন থেকে শুরু করে এক সপ্তাহ, ১৫ দিন, ১ মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে ইতালির ভিসা পেয়ে যেত। কিন্তু দুঃখজনক বিষয় হলো ২০২৩ এর আগস্টের পর থেকে এই সময়কালটা পরিবর্তিত হতে শুরু করেছে অর্থাৎ আগের মতো এত তাড়াতাড়ি এখন আর ইতালির ভিসা পাওয়া যাচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে যদি আমি বলতে চাই এম্বাসির শেষ করার কতদিন পরে আপনি ভিসা পাবেন তাহলে বলতে হয় সর্বনিম্ন ৩ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৮ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এই সময়কালটা বর্তমানে যারা ভিসা প্রসেসিং করাচ্ছেন তাদের থেকে খোঁজখবর নিয়ে আপনাদেরকে বলছি আপনার ক্ষেত্রে ঠিক এমন সময় লাগবে এটি নিশ্চিত ভাবে বলা যায় না। যেহেতু ইতালির ভিসা প্রসেসিং একটু জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার অন্যদিকে ভিসার প্রচুর পরিমাণে চাহিদা থাকায় একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে ভিসা প্রসেসিংয়ের সময়টা আপনি তিন মাস থেকে শুরু করে ৮ মাস পর্যন্ত ধরে রাখতে পারেন।

দালালের মাধ্যমে কি ভিএফএস থেকে ভিসা বের করা যায়

অনেকেই প্রশ্ন করে থাকেন দালালের মাধ্যমে কি ভিএফএস থেকে ইতালির ভিসা বের করা যায় কি না। অনেকের ক্ষেত্রেই ভিসার আবেদনের যে ফাইলটি সেটি দীর্ঘদিন যাবত ইতালির এম্বাসিতে পড়ে আছে যার কারণে অনেকেই চিন্তা করে থাকেন কোন দালালের মাধ্যমে ভিসাটি দ্রুত বের করার কোন উপায় আছে কিনা। অনেকের ক্ষেত্রে দেখা যায় আবেদনের ফাইলটি প্রায় ৭-৮ মাস বা এক বছর যাবত জমা পড়ে আছে তারাই সাধারণত এ ধরনের চিন্তাভাবনা করে থাকেন। এক কথায় এর উত্তর হল না, অর্থাৎ কোন দালাল বা কোন মাধ্যমেই আপনি ইতালিয়ান এম্বাসি থেকে কোনভাবেই ভিসা বের করতে পারবেন না। তারা যখন আপনার ফাইলটি যাচাই-বাছাই করে যতদিন না পর্যন্ত ভিসা অ্যাপ্রুভ করবে ততদিন পর্যন্ত কোন মাধ্যমেই আপনি ভিসা বের করতে পারবেন না।

দালাল ধরে কখনোই ভিএফএস থেকে ভিসা বের করা যায় না যদি এমনটা সম্ভব হতো তাহলে অনেকেই সেটি করাতো। অনেকেই আছেন যারা ভিসা বের হতে দেরি হওয়ার কারণে দালালের মাধ্যমে কিছু টাকা পয়সা লেনদেন করে ভিসা আগে বের করার পরামর্শ দিয়ে থাকেন যেটি সম্পূর্ণ অযৌক্তিক। তাই কখনোই আপনি কাউকে কোন প্রকার টাকা পয়সা দিবেন না ইতালিয়ান এম্বাসি থেকে ভিসা বের করে দেয়ার জন্য। এর চাইতে আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করুন তারা আপনার সমস্ত কাগজপত্র যদি ঠিকঠাক ভাবে জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ছয় মাস বা এক বছর পরে হোক আপনার ভিসা অ্যাপ্রুভ করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url