ইতালির ভিসা আবেদন ফরম জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র
ইতালির ভিসা আবেদন ফরম জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র
ইতালির ভিসার আবেদন ফরম কোথায় জমা দিতে হয়
অনেকে প্রশ্ন করেন ইতালির ভিসা আবেদনের ফরম বা ডি ফরম কোথায় জমা দিতে হবে। আপনারা হয়তো জানেন বাংলাদেশ থেকে আপনি ইতালির ভিসা বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি তখনই আবেদন করতে পারবেন যখন ইতালির কোন কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। অর্থাৎ ইতালির ওয়ার্ক পারমিট বের করা ছাড়া আপনি কখনোই কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে ইতালিতে অবস্থানরত কারো সাহায্য নিয়ে আগে ওয়ার্ক পারমিট বের করে এরপরে ভিসা প্রসেসিংয়ের যে কার্যক্রম গুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে হবে। তো যাই হোক যারা জানতে চান যে ইতালির ভিসা আবেদন ফরম কোথায় জমা দিতে হয়, আবেদন ফরম কোথায় পাবেন, এবং ভিএফএস গ্লোবালে ইমেইলের মাধ্যমে আবেদনের কতদিন পরে এপয়েনমেন্ট পাবেন মূলত তাদের জন্যই আজকের আর্টিকেলটি।
ভিসা আবেদন ফরম কোথায় পাবেন
ইতালির ভিসা আবেদন ফরম আপনাকে ভিএফএস গ্লোবালের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হবে। আবেদন ফরমটি সংগ্রহ করার পর সেখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে পূরণ করে এরপরে অন্যান্য যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলোর সাথে জমা দিতে হবে ভিএফএস গ্লোবালে। কিন্তু এখানে একটি কথা আছে আপনি কখন ভিসার আবেদন ফরটি জমা দিতে পারবেন জানেন? আপনি তখনই ভিসা আবেদন ফরম জমা দিতে পারবেন যখন কিনা আপনি অলরেডি ইতালির ওয়ার্ক পারমিট বা নুলস্তা হাতে পাবেন।
শুধু তাই নয় ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর আপনাকে ভিএফএস গ্লোবালের এপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট সহ আরো কিছু ডকুমেন্ট চাওয়া হতে পারে সেক্ষেত্রে সেগুলো তাদেরকে নির্দিষ্ট ইমেইলের মাধ্যমে জমা দিতে হবে এর পরেই আপনি এপয়েন্টমেন্ট পাবেন। হঠাৎ এক কথায় যদি সম্পূর্ণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করা যায় তাহলে প্রথমেই আপনি ইতালিতে অবস্থিত যে কারো মাধ্যমে একটি ওয়ার্ক পারমিট বের করে নিবেন এরপরে ভিসার আবেদন ফরমটি সংগ্রহ করে প্রয়োজনীয় ইনফরমেশন সহ ভিএফএস গ্লোবালে জমা করবেন।
মেইল করার কতদিন পর ভিএফএস গ্লোবালের এপয়েনমেন্ট পাবেন
সম্প্রতি ভিএফএস গ্লোবাল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে আপডেটের মাধ্যমে জানিয়েছে যে আপনি যখন তাদের নতুন সিস্টেমে এপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করবেন বা মেইল করবেন তখন থেকে ৩০ দিনের মধ্যে তাদের এপয়েন্টমেন্ট এর কনফার্মেশন ইমেইল পাবেন। এক্ষেত্রে একটি শর্ত রয়েছে আপনার ওয়ার্ক পারমিট বা নুলস্তা ১০০% ভ্যালিড বা অরিজিনাল হতে হবে। তবে আপনার ওয়ার্ক পারমিট যদি ইনভ্যালিড বা নকল হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইমেইল পাবেন ঠিকই তবে সেটি এপয়েন্টমেন্ট এর ইমেইল নয় এটি হবে আপনি কিভাবে এই সমস্যাটির সমাধান করতে পারেন সেই সংক্রান্ত।
অর্থাৎ যদি আপনার ওয়ার্ক পারমিট অরজিনাল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন এই সমস্ত বিস্তারিত ইনফরমেশন তারা আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে আপনি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। আর যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনি এক মাসের মধ্যে অবশ্যই এপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন।
ইতালির ভিসা আবেদন করতে যা যা লাগে
ইতালির ভিসা আবেদনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে ইতালিতে অবস্থিত এমন একজন ব্যক্তি যিনি আপনার ওয়ার্ক পারমিট বা নুলস্তা বের করে দিতে পারবেন সে হতে পারে আপনার কোন ফ্যামিলি মেম্বার বা আত্মীয়-স্বজন। অর্থাৎ ইতালির যে ওয়ার্ক পারমিট সেটি একমাত্র ইতালি থেকে আবেদন করা যায় সেখানকার কোন কোম্পানি অথবা প্রতিষ্ঠানের মালিক চাইলে এই আবেদনটি করতে পারেন। এরপরে যখন আপনি ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাবেন তখন শুধু আপনার পাসপোর্ট এর ফটোকপি এবং আবেদন ফি দরকার হবে। প্রাথমিক পর্যায়ে আপাতত এই সমস্ত ডকুমেন্ট হলেই আপনি ভিসার জন্য আবেদন করে ফেলতে পারবেন।
ইতালির নুলস্তার মেয়াদ কি বাড়ানো যায়?
এক কথায় বলতে গেলে ইতালির নুলস্তার মেয়াদ কিন্তু কখনোই বাড়ানো যায় না। এর মেয়াদ সাধারণত ৬ মাস হয়ে থাকে এর মধ্যেই আপনাকে ভিএফএস গ্লোবালে এপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করে ফেলতে হবে। এক্ষেত্রে একটি সুবিধা রয়েছে আপনি যদি ছয় মাসের মধ্যে অ্যাপয়েনমেন্ট এর জন্য আবেদন করে ফেলেন তাহলে সে ক্ষেত্রে আপনার নুলস্তার মেয়াদ আর শেষ হবে না। তবে যথাসম্ভব চেষ্টা করবেন মেয়াদ থাকা অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট সহ অন্যান্য যে প্রসেস গুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে।
আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url