ইতালির ভিসা আবেদনের সময়সীমা,বয়স,কাগজপত্র এবং ইন্টারভিউ
ইতালির ভিসা আবেদনের সময়সীমা,বয়স,কাগজপত্র এবং ইন্টারভিউ
কোন কোন মাসে ইতালির ভিসার আবেদন করা যায়
আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে ইতালির ভিসার আবেদন বছরের একটি নির্দিষ্ট সময়ে করার সুযোগ দেয়া হয় অর্থাৎ সারা বছর চাইলেই আপনি ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন না। যারা ইতালি যেতে ইচ্ছুক তারা জানতে চেয়ে থাকেন বছরের কোন সময়ে আমি ইতালির ভিসার জন্য আবেদন করতে পারব, কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, ইন্টারভিউ দিতে হবে কি না, বয়স কত হতে হবে, ভিএফএস এ ফাইল জমা দেয়ার সময় ব্যাংক স্টেটমেন্ট লাগে কি না তাদের জন্যই মূলত আজকের আর্টিকেলটি।
ইতালিতে লোক নেয়ার যে সিস্টেম সেটি মূলত ফ্লসি নামে পরিচিত অর্থাৎ ইতালি সরকার প্রতি বছর যে দেশের বাইরে থেকে বিভিন্ন কাজের জন্য লোক নিয়ে আসে সেটি মূলত এই সিস্টেমের মাধ্যমেই নিয়ে আসে। এর মধ্যে থেকে কিছু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে সেগুলো থেকে কিছু শ্রমিক নেয়া হয় আবার এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকেও বিভিন্ন কাজের জন্য লোক নিয়োগ করা হয়ে থাকে।
২০২৩ সালে একসাথে তিন বছরের জন্য ফ্লসি ইস্যু করেছিল ইতালি সরকার যেখানে ২০২৩ সালের জন্য আবেদনের সময় দেয়া হয়েছিল ডিসেম্বর মাসে, ২০২৪ সালের জন্য আবেদনের সময় ছিল ফেব্রুয়ারিতে যেটি পরবর্তীতে পরিবর্তন করে মার্চে নিয়ে যাওয়া হয়েছিল। এবং ২০২৫ সালে ইতালির ভিসার জন্য যারা আবেদন করতে চান তাদের ক্ষেত্রেও অগ্রিম ডেট দিয়ে দেয়া আছে সেটি হল ফেব্রুয়ারি মাসে। তাই আপনারা যারা এখনো ভিসার আবেদন করেন নাই তারা 2025 সালের জন্য প্রস্তুতি নিতে পারেন কারণ ২৪ সালের ভিসা আবেদনের সুযোগ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত যে সময়সীমা নির্ধারণ করা আছে সেই অনুযায়ী 2025 সালের জন্য ভিসার আবেদন ফেব্রুয়ারিতে আপনি করতে পারবেন যদি কোন পরিবর্তন না আনা হয়।
ইতালির ভিসা আবেদনের জন্য বয়স কত থাকতে হয়
ইতালির ভিসা আবেদনের জন্য আপনার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে সেটি অবশ্যই পাসপোর্ট এর বয়স অর্থাৎ আপনার পাসপোর্ট অনুযায়ী বয়স মিনিমাম ১৮ বছর হতে হবে। অনেকের ক্ষেত্রে আসল জন্ম সাল এবং সার্টিফিকেট বা পাসপোর্ট এর জন্ম সাল আলাদা হয়ে থাকে তাদের জন্য বলছি আপনার পাসপোর্ট অনুযায়ী বয়স যখন ১৮ হবে তখন ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন। সর্বনিম্ন বয়স ১৮ এবং সর্বোচ্চ বয়সের কথা যদিও ইতালির আইন অনুযায়ী এখনো নির্ধারিত নেই যে আপনার বয়স সর্বোচ্চ এত হলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আমার পার্সোনাল মতামত হলো আপনার বয়স যদি 50 এর অধিক হয় তাহলে ইতালির ভিসার জন্য আবেদন করা বা ইতালিতে না যাওয়াই আপনার জন্য ভালো হবে কারণ যেখানে যান না কেন আপনাকে অবশ্যই কাজের বিনিময়ে পারিশ্রমিক দেয়া হবে।
ভিএফএস এ ফাইল জমা দেয়ার সময় ব্যাংক স্টেটমেন্ট লাগে কি না
আপনি যদি ইতালির স্পন্সর ভিসা, কৃষি ভিসা বা অন্যান্য যেকোনো কাজের ভিসার আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অন্যান্য ডকুমেন্টের পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট জমা দেয়ার কোন প্রয়োজন নেই তবে আপনি যদি স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে অন্যান্য ডকুমেন্টের পাশাপাশি অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। অর্থাৎ আপনি কোন ভিসার জন্য ভিএফএস এর আবেদন করতে চাচ্ছেন তার উপরে নির্ভর করবে আপনার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে কি না।
ভিএফএস গ্লোবালে এপয়েনমেন্ট নিতে যে কাগজপত্র লাগে
ভিএফএস এর এপয়েন্টমেন্ট নতুন সিস্টেম অনুযায়ী ইমেইলে নিতে হলে বর্তমানে আপনার কিছু পার্সোনাল ডাটা বা ইনফরমেশন প্রয়োজন হবে। এই ইনফরমেশন গুলোর মধ্যে আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বা শেষ অংশ, আপনার ফ্যামিলি নেম, জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, একটি সচল মোবাইল নাম্বার, ইমেইল এবং নুলস্তা বা ওয়ার্ক পারমিট নাম্বার। এই পার্সোনাল ডাটাগুলোর মাধ্যমে একটি ডকুমেন্ট তৈরি করে আপনি তাদেরকে ইমেইল করবেন এবং সে ক্ষেত্রে অবশ্যই তাদের যে নির্ধারিত ফরম্যাট রয়েছে সেই ফরমেটে এই ইনফরমেশন গুলো পূরণ করে তাদের নির্দিষ্ট যে ইমেইল রয়েছে সেখানে সেন্ট করতে হবে। এপয়েন্টমেন্ট এর ক্ষেত্রে আপনার পাসপোর্ট এর মেয়াদ ছয় মাস বা এক বছর যায় থাক না কেন কোন অসুবিধা নাই তবে পরবর্তীতে যখন আপনি ফাইল জমা করবেন তখন থেকে আপনার পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ১৮ মাস থাকতে হবে।
ইতালির ভিসা পেতে কি ইন্টারভিউ দিতে হয়
অনেকে প্রশ্ন করে থাকেন যে ইতালির ভিসা পাওয়ার জন্য অথবা ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর কোনরকম ইন্টারভিউ দিতে হয় কিনা? চলুন আপনাদের এই প্রশ্নটির উত্তর দেয়া যাক।
আপনি যখন ভিএফএস গ্লোবালে ওয়ার্ক পারমিট জমা দিতে যাবেন বা ভিসা আনতে যাবেন তখন আপনাদেরকে কিছু কমন প্রশ্ন করা হবে যেমন আপনার নাম কি, আপনার জেলা কি, ইতালিতে কি কাজের জন্য যাচ্ছেন বা কেন যাচ্ছেন এ জাতীয় কিছু প্রশ্ন করা হতে পারে এখন এগুলোকে যদি আপনি ইন্টারভিউ মনে করেন তাহলে ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইতালির ভিসা পাওয়ার জন্য আপনাকে কোন প্রকার ফরমাল কোন ইন্টারভিউ এর সম্মুখীন হতে হবে না তারা আপনার কিছু পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যেগুলোকে আসলে ইন্টারভিউ বলা চলে না। অনেকে মনে করে থাকেন ভিসা পাওয়ার ক্ষেত্রে ইতালি সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করা হয় কিন্তু বিষয়টি আসলে এমন নয় এতে ঘাবড়ানোর কিছু নেই।
আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url