ইতালির নুলস্তা চেক করার উপায় এবং আবেদনের রিসিভ সম্পর্কে

ইতালির নুলস্তা চেক করার উপায়

ইতালির নুলস্তা চেক করার উপায় এবং আবেদনের রিসিভ সম্পর্কে

যেহেতু ইতালির ভিসা আবেদনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ওয়ার্ক পারমিট বা নুলস্তা বের করতে হয় সে জন্যই অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে আসলেই কি আমার নুলস্তা ঠিক আছে? আপনাদের এই প্রশ্নটির উত্তর দেয়ার চেষ্টা করব আজকের আর্টিকেল ইনশাল্লাহ।

নুলস্তা বা ওয়ার্ক পারমিট আসল না নকল সেটি চেক করার জন্য আসলে আপনাকে বিশেষ কিছু করতেই হবে না। ভিএফএস গ্লোবালের নতুন নিয়ম অনুযায়ী আপনি যখন তাদের এপয়েনমেন্টের জন্য আবেদন করতে যাবেন তখনই নুলস্তা নাম্বার প্রয়োজন হবে। তারা আপনার নুলস্তা নাম্বার আগে চেক করে দেখবে যে এটি আসলে ঠিক আছে কিনা এর পরে আপনাকে এপয়েন্টমেন্ট দিবে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে আপনার নুলস্তা বা ওয়ার্ক পারমিট আসল না নকল সেটি চেক করার জন্য আপনাকে কিছুই করতে হবে না এই কাজটি ভিএফএস করে দেবে।

আগের নিয়ম অনুযায়ী নুলস্তা সহ অন্যান্য ডকুমেন্ট এম্বাসিতে জমা দিতে হতো এরপরে তারা সেগুলো চেক করে আসল না নকল সেগুলো জানাতো যেটি অনেক লম্বা একটি প্রসেস ছিল। এক্ষেত্রে তারা যদি কাগজপত্র সব দেখে সন্তুষ্ট হতো বা সবকিছু ঠিক থাকত তাহলে ভিসা এপ্রুভ করা হতো আর যদি ঠিক না থাকতো তাহলে সে ক্ষেত্রে ভিসা রিজেক্ট করা হতো অর্থাৎ আগে থেকে নুলস্তা চেক করার কোন উপায় ছিল না।

যারা নতুন করে ইতালির নুলস্তা পেয়েছেন কিন্তু এখনও ভিএফএস এর এপয়েন্টমেন্ট পাননি তাদের জন্য এই বিষয়টা খুবই ইজি কারণ বর্তমানে এপয়েন্টমেন্ট নেয়ার ক্ষেত্রে মেইলের মাধ্যমে আবেদন করার সুযোগ দেয়া হয়েছে যার কারণে আপনি যখন ইমেইলের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট জমা দিবেন তখন তার সাথে নুলস্তা বা ওয়ার্ক পারমিট নাম্বার ও জমা দিতে হবে। এক্ষেত্রে তারা আপনার ওয়ার্ক পারমিট আসল কিনা সেটি আগে চেক করবে এরপরে আপনাকে এপয়েন্টমেন্ট এর জন্য ডাকবে।

অর্থাৎ সর্বশেষে বলা যায় আপনি যখন মেইলের মাধ্যমে এপয়েন্টমেন্ট এর জন্য আবেদন করবেন তখন যদি আপনার নুলস্তা নাম্বার ঠিক থাকে তাহলেই আপনি শুধুমাত্র ইন্টারভিউ বা অ্যাপয়েনমেন্টের জন্য ডাক পাবেন আর যদি আপনার নুলস্তা নকল বা ফেইক হয় তাহলে সে ক্ষেত্রে আপনার এপয়েন্টমেন্ট এর আবেদনটি গ্রহণ করা হবে না। এক্ষেত্রে তারা একটি ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে পরবর্তী পদক্ষেপ আপনার কি নেয়া উচিত।

ভিসা আবেদনের রিসিভ না পেলে কি নুলস্তা উঠবে

অনেকের ক্ষেত্রে ভিসা আবেদনের রিসিভ হাতে আস্তে বেশি সময় লাগে অথবা অনেকের ক্ষেত্রে সেটি আসাই না। এখন প্রশ্ন হল এই রিসিভ হাতে না পেলে কি আপনার নুলস্তা উঠবে কিনা। চলুন তবে আপনাদের এই প্রশ্নটির উত্তর দেয়া যাক।

অনেক ভাই বোনদের ইতালির ভিসার আবেদনের পর এখনো রিসিভ হাতে এসে পৌঁছায়নি তারা কি নুলস্তা পাবে না বা তাদের কি নুলস্তা উঠবে না? যেহেতু আপনি বাংলাদেশ থেকে ইতালির নুলস্তার জন্য আবেদন করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে অন্য কারো সাহায্য নিতে হবে অর্থাৎ বর্তমানে যে ইতালিতে অবস্থান করছে এমন একজন ব্যক্তির মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিট বা নুলস্তা বের করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় হলো যদি আসলেই আপনার জন্য নুলস্তার আবেদন করা হয় তাহলে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই আবেদনের রিসিট চলে আসবে আর আপনার হাতে এসে পৌঁছাতে সর্বোচ্চ সময় লাগবে তিন থেকে চার দিন বা সর্বোচ্চ এক সপ্তাহ। এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্যণীয় সেটি হল আপনার আবেদনের সময় যে ডকুমেন্টগুলো জমা দেয়া হয়েছিল সেগুলো ঠিক আছে কিনা, আপনার আবেদনটি কোটার মধ্যে পড়েছে কিনা, আবেদনটি সঠিক সময়ে জমা পড়েছে কিনা এগুলো অনেক বড় ভূমিকা পালন করে। সাধারণত এই ডকুমেন্টগুলো যদি সঠিকভাবে জমা পড়ে থাকে বা এই শর্তগুলো যদি সঠিকভাবে পূরণ করা হয়ে থাকে তাহলে আপনার নুলস্তা অবশ্যই উঠবে।

এখন এই রিসিভ টা হল আপনার আবেদন যে আসলেই জমা পড়েছে বা আপনার জন্য আসলেই আবেদন করা হয়েছে সেটির প্রমাণ পত্র। এখন আপনি যে মাধ্যমে তাহলে যেতে চাচ্ছেন বা যার মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের কাছে যদি এই রিসিভ চেয়ে না পান তাহলে সেক্ষেত্রে এখানে সন্দেহের একটি বিষয় রয়েছে। কারণ যদি তারা এই রিসিভ দিতে না পারে তাহলে বুঝে নিতে হবে যে তারা আসলে আপনার জন্য নুলস্তা বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেননি।

তাই আপনারা যখন ইতালির নুলস্তা থেকে শুরু করে ভিসা আবেদনের জন্য যেই মাধ্যম বেছে নিবেন অবশ্যই আবেদনের প্রমাণপত্র হিসেবে রিসিভ চেয়ে নিবেন এক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে আসবে। অর্থাৎ সহজ ভাবে যদি বলা যায় আপনি যদি আপনার নুলস্তা বা ওয়ার্ক পারমিট আবেদন করা হয়েছে কিনা সেটা জানতে চান তার জন্য সবচাইতে ভালো উপায় হলো এই আবেদনের যে রিসিভটা এটি সংগ্রহ করা। যদি এটি আপনার হাতে চলে আসে তাহলে বুঝে নেবেন আপনার জন্য অবশ্যই নুলস্তার আবেদন করা হয়েছে এবং অন্যান্য সব ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি নুলস্তা হাতে পেয়ে যাবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url