ফিনল্যান্ড স্পাউস ভিসা সম্পর্কে বিস্তারিত জানুন
ফিনল্যান্ড স্পাউস ভিসা সম্পর্কে বিস্তারিত জানুন
আসসালামুয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। অনেকে ফিনল্যান্ডের স্পাউস ভিসা এবং বাচ্চা নিয়ে ফিনল্যান্ডে যাওয়া যায় কি না সে সম্পর্কে জানতে চেয়ে থাকেন। এছাড়া স্পাউস ভিসার ক্ষেত্রে কত টাকা খরচ হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সেসব বিষয়ে জানতে চেয়ে থাকেন। আজকের আর্টিকেলে স্পাউস ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো।
একই সাথে স্পাউস এবং বাচ্চা নিয়ে ফিনল্যান্ডে যাওয়া যায় কি না
হ্যাঁ, আপনারা চাইলে একই সাথে স্পাউস এবং বাচ্চা নিয়ে একই সাথে ফিনল্যান্ড যেতে পারবেন। আপনি যদি মেইন এপ্লিকেন্ট হন তাহলে একই সাথে আপনার স্পাউস এবং বাচ্চা সহ আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের জন্য একই সাথে এপ্লিকেশন করতে পারবেন। পড়াশোনা বা অন্যান্য যেকোনো উদ্দেশ্যে যদি আপনি ফিনল্যান্ডে অবস্থান করেন তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও সেখানে নিয়ে যেতে পারবেন যার জন্য আলাদা আলাদা কিছু শর্ত আছে যেগুলো পরবর্তী অংশে আলোচনা করা হবে।
ফিনল্যান্ডের স্পাউস ভিসা খরচ
আপনি যদি একজন স্টুডেন্ট হন আর আপনি স্পাউস নিয়ে ফিনল্যান্ডে যেতে চান তাহলে আপনাকে ৬৭২০ ইউরো এক বছরের জন্য ব্যাংক একাউন্টে দেখাতে হবে। আর আপনার স্পাউস এর জন্য আলাদা ভাবে ৮৪০০ ইউরো দেখাতে হবে, অর্থাৎ আপনি যদি একজন স্পাউস নিয়ে যেতে চান তাহলে আপনাকে মোট দুজনের জন্য ১৫ হাজার ১২০ ইউরো দেখাতে হবে যা বাংলাদেশী টাকায় ১৩২ টাকা ইউরো হিসেবে ১৯ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকা বা প্রায় ২০ লাখ ধরে রাখতে পারেন। আর যদি আপনার বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য দেখাতে হবে ৬০০০ ইউরো যা বাংলাদেশী টাকায় ১৩২ টাকা ইউরো রেট ধরে হিসেব করলে ৭ লাখ ৯২ হাজার টাকা হয় এক্ষেত্রে আপনি ৮ লাখ ধরে রাখতে পারেন।
আর আপনার যদি একের অধিক বাচ্চা বা দুইটা বাচ্চা থাকে আর আপনি দুজনকেই নিয়ে যেতে চান তাহলে আপনাকে ২য় বাচ্চার জন্য আরো ৫ হাজার ইউরো অতিরিক্ত দেখাতে হবে। তাহলে যদি আপনার স্পাউস সহ একটি বাচ্চা থাকে তাহলে খরচ হবে ২৭ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা আর যদি একের অধিক বাচ্চা থাকে তাহলে এর সাথে আরো ৬ লাখ ৬০ হাজার টাকা অতিরিক্ত দেখাতে হবে। এখন আপনি আপনার ফ্যামিলি মেম্বার কতজন তার ওপর ভিত্তি করে মোট কত টাকা ব্যাংক ব্যালান্স দেখাতে হবে হিসেব করে নিবেন, এখানে আমি ৪ জনের ফ্যামিলির একটা হিসাব দিয়েছি।
আর যদি আপনি একজন সিঙ্গেল মাদার হন আর বাচ্চা নিয়ে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে নিজের জন্য ৬৭২০ ইউরো এবং বাচ্চার জন্য ৬০০০ ইউরো ব্যাংক ব্যালান্স দেখাতে হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় বাচ্চা সহ সিঙ্গেল মাদার এর ক্ষেত্রে ১২ হাজার ৭২০ ইউরোর সম পরিমান টাকা অর্থাৎ ১৬ লাখ ৭৯ হাজার টাকা মতো লাগতে পারে।
স্পাউস ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য
এক্ষেত্রে স্পাউস সহ সবার টাকা একটা একাউন্টে থাকলেই হবে, তবে মেইন যে এপ্লিকান্ট তার একাউন্টে রাখা বেটার। আর স্পন্সারের ক্ষেত্রে একজনই এপ্লিকান্ট এবং স্পাউস সহ বাকি সবার স্পন্সর হতে পারবে। আর যদি এপ্লিকান্ট নিজেই ফিনল্যান্ডের নাগরিক হয় তাহলে আলাদাভাবে আর স্পন্সার দেখাতে হবে না সে নিজেই স্পাউস সহ অন্যান্য ফ্যামিলি মেম্বারদের স্পন্সর হতে পারবে। তবে সেক্ষেত্রে তাকে পর্যাপ্ত পরিমানে ইকনাম করতে হবে বা এটা প্রমান করতে হবে সে নিজের ইনকাম দিয়ে নিজের স্পাউসদের যাবতীয় খরচ বহন করতে পারবে। শুধু তাই নয় তার ইনকাম সোর্স বৈধ কি না সেটিও বিবেচ্য বিষয়।
আর আপনি যদি আন্ডারগ্রাজুয়েট স্টুউডেন্ট হন তাহলে সেক্ষেত্রে আপনি স্পন্সর হতে পারবেন না, এক্ষেত্রে আপনার ফ্যামিলি বা আপনার স্পন্সর হতে হবে অন্য কাওকে।
এছাড়া ফিনল্যান্ডে গিয়ে আলাদা ভাবে স্পাউস এবং এপ্লিকান্ট দুজনকে ব্যংক একাউন্ট খুলতে হবে, তবে এক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট ডকুমেন্ট দুজনে একটাই ইউজ করতে পারবে এক্ষেত্রে কোনো অসুবিধা হবেনা। তবে বাচ্চার ক্ষেত্রে আলাদাভাবে এন্টার ফিনল্যান্ডে কোনো একাউন্ট খুলতে হবে না বাবা অথবা মায়ের এপ্লিকেশনের সাথেই বাচ্চার এপ্লিকেশন করা যাবে।
আপনার স্পন্সরের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে সেটি নির্ভর করে তার পেশার ওপর। অর্থাৎ যদি আপনার স্পন্সর চাকরি করে সেক্ষেত্রে এক রকম ডকুমেন্ট লাগবে আর যদি সে ব্যবসা করে তাহলে সেক্ষেত্রে এক প্রকার ডকুমেন্ট লাগবে।
শেষ কথা
জানি ওপরের আলোচনায় সম্পূর্ণ তথ্য দেয়া সম্ভব হয়নি, তবে আমার জানা মতে যতটুকু তথ্য দেয়া সম্ভব ছিলো ততটুকু দেয়ার চেষ্টা করেছি। আপনারা যখন স্পাউস ভিসার জন্য প্রসেসিং করবেন তখন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন কোনো নির্ভরযোগ্য সোর্স থেকে। আপনি যদি ফিনল্যান্ডে অলরডি অবস্থান করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে পারেন আর যদি স্পাউস সহ আপনি একই সাথে ভিসা প্রসেসিং করেন তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে বা কাছাকাছি অবস্থিত কোনো ফিনল্যান্ডের দূতাবাস থেকে বিস্তারিত জেনে নিবেন, ধন্যবাদ।
আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url