ফিনল্যান্ডের বেতন ভিসা খরচ এবং চাহিদা সম্পন্ন কাজ

ফিনল্যান্ডের বেতন ভিসা খরচ এবং চাহিদা সম্পন্ন কাজ

ফিনল্যান্ডের বেতন ভিসা খরচ এবং চাহিদা সম্পন্ন কাজ

আস সালামুয়ালাইকুম, আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আজকের আর্টিকেলে আমরা ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিট সম্পর্কে বিস্তারিত সকল তথ্য যেমন; বর্তমানে ফিনল্যান্ডে কোন কোন কাজের চাহিদা বেশি অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে যাবেন তারা কোন কাজগুলো শিখে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবেন, বর্তমানে ফিনল্যান্ডে যেতে কত টাকা লাগে এবং ফিনল্যান্ডে মাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা ইনকাম করা যায় এ সম্পর্কে আলোচনা করবো। এছাড়া সরকারি মাধ্যম এবং দালাল বা এজেন্সির মাধ্যমে ফিনল্যান্ডে যেতে কত টাকা লাগে সে সম্পর্কেও আলোচনা করবো। তাই আপনি যদি কাজের ভিসা নিয়ে ফিনল্যান্ডে যেতে চান তাহলে যে সমস্ত তথ্য আপনার জানা দরকার এগুলো জানতে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনো্যোগ সহকারে পড়ুন।

ফিনল্যান্ড সম্পর্কে কিছু তথ্য

পৃথিবীব্যাপী সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের নাম রয়েছে সবার শীর্ষে। শুধু সুখী দেশই নয় বরং ইউরোপের সমৃদ্ধশালী দেশগুলোর তালিকা ও ফিনল্যান্ড শুরুর দিকেই থাকবে। দেশটি প্রতিবছর তাদের বিভিন্ন কর্মসংস্থানের জন্য বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক নিয়ে থাকে। এর মধ্যে দক্ষ এবং অদক্ষ উভয় প্রকার জনবলই তারা তাদের প্রতিষ্ঠানের নিয়োগ করে, তাই আপনি যদি কোন কাজ আগে থেকেই ভালো করে জানেন তাহলে কোন সমস্যা নেই কিন্তু যদি আপনি তেমন কোন কাজ না জানেন তবুও ফিনল্যান্ডে কাজের জন্য যেতে পারবেন। ভালো বেতনের পাশাপাশি বসবাসের জন্য দেশটি একটি আদর্শ জায়গা হওয়ার কারণে পৃথিবীর সমস্ত দেশ থেকে মানুষ কাজের উদ্দেশ্যে ফিনল্যান্ডে যেয়ে থাকে। ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি নরডিক দেশ যার উত্তর পশ্চিমে রয়েছে সুইডেন, উত্তরে নরওয়ে এবং পূর্ব দিকে রাশিয়ার অবস্থান। ফিনল্যান্ডের মোট আয়তন ৩ লক্ষ ৩৮ হাজার ১৪৫ বর্গকিলোমিটার এবং মোট জনসংখ্যা ৫ দশমিক ৬ মিলিয়ন।

কাজের ভিসায় ফিনল্যান্ডে যাওয়ার খরচ

যারা কাজের উদ্দেশ্যে ফিনল্যান্ডে যেতে চাচ্ছেন তাদের সবচাইতে বেশি প্রশ্ন হলো ফিনল্যান্ডে যেতে মোট কত টাকা খরচ হয় বা ফিনল্যান্ডের কাজের ভিসার দাম কত। বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি ফিনল্যান্ডে কাজের ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে তাই আপনি যদি চান তাহলে খুব সহজেই সরকারি মাধ্যমে অথবা কোন এজেন্সির মাধ্যমে ফিনল্যান্ডের ভিসা পেতে পারেন। ফিনল্যান্ডে বর্তমানে দক্ষ শ্রমিকের অভাবের কারণে প্রতিবছর তাদেরকে বিপুল পরিমাণে শ্রমিক বাইরে থেকে নিয়োগ করতে হয়। তবে ইউরোপের দেশ হবার কারনে বর্তমানে ফিনল্যান্ডে যেতে হলে আপনাকে বেশ ভালো পরিমানে টাকা খরচ করতে হবে।

বর্তমানে যদি আপনি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে কাজের ভিসা নিয়ে ফিনল্যান্ডে যেতে চান তাহলে আপনার খরচ হবে সর্বনিন্ম ১০ লক্ষ টাকা থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা পর্যন্ত। ইউরোপের দেশ হওয়ার কারনে ফিনল্যান্ডের ভিসার চাহিদা বেশি যার জন্য এজেন্সি গুলাও অতিরিক্ত টাকা দাবী করে। তাই আপনি যদি এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং এর সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই কয়েকটি এজেন্সির সাথে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে এরপরে আবেদন করবেন। কারণ আপনি যদি একটি এজেন্সির সাথে কথা বলে ভিসার জন্য আবেদন করেন তাহলে সে ক্ষেত্রে আপনি ঠকে যেতে পারেন, তাই ভিসা আবেদনের আগে কয়েকটি এজেন্সির সাথে কথা বলে তাকে বেশি বিশ্বস্ত মনে হবে এবং কম খরচে ভিসা প্রসেসিং করে দেবে তাদের সাথে যোগাযোগ করে ভিসা প্রসেসিং করাবেন।

আর যদি আপনি সরকারি মাধ্যমে কাজের ভিসা নিয়ে ফিনল্যান্ডে যেতে চান তাহলে আপনার খরচ পড়বে ৫ থেকে ৮ লক্ষ টাকা মতো। তবে সব সময় সরকারিভাবে আবেদনের সুযোগ থাকে না বা থাকলেও তা চাহিদার তুলনায় অনেক কম যার কারণে বাধ্য হয়ে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করাতে হয়। তবে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সরকারি মাধ্যমে ভিসার জন্য আবেদন করবেন এতে করে কম খরচে এবং নিরাপদ ভাবে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

অন্যদিকে যদি আপনি স্টুডেন্ট ভিসায় ফিনল্যান্ডে যেতে চান তাহলে আপনার খরচ পড়বে ৮ থেকে ১২ লক্ষ টাকা। তবে যদি আপনি স্কলারশিপ পান তাহলে সে ক্ষেত্রে খরচেরর পরিমাণ কমে ৩ থেকে ৪ লাখে নেমে আসবে।

ফিনল্যান্ড বেতন কত

আমরা সবাই যে কোন চাকরি বা কাজ শুরু করার আগে সবচেয়ে আগে চিন্তা করি সেই কাজের বেতন বা পারিশ্রমিক কেমন হবে যেটা খুবই স্বাভাবিক বিষয়। অন্যান্য ইউরোপের দেশগুলোর মত ফিনল্যান্ডেও ঘণ্টা প্রতি কাজের বেতন নির্ধারণ করা হয়। তবে এক কথায় বলতে গেলে নতুন অবস্থায় ফিনল্যান্ডে কোন কাজে গেলে আপনি ১২০০ থেকে ১৮০০ ইউরো পর্যন্ত মাসে বেতন পাবেন। প্রথম অবস্থায় যেহেতু সবারই খুব বেশি কাজের অভিজ্ঞতা থাকে না যার কারণে বেতন একটু কম হয়ে থাকে। তবুও আপনি যদি মাসে ১২০০ ইউরো বেতন পান তবুও আপনার মাসিক বেতন হবে বাংলাদেশের দেড় লাখ টাকারও বেশি। এরপর যখন আপনি আস্তে আস্তে আপনার কাজে অভিজ্ঞ হয়ে যাবেন তখন বেতন আরও বেড়ে যাবে।

আর আপনি বাংলাদেশ থেকে যে কাজের উদ্দেশ্যে ফিনল্যান্ডে যেতে চাচ্ছেন সেই কাজের উপরে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে দক্ষতা থাকে তাহলে আপনি মাসে অনায়াসে সর্বনিম্ন ১২০০ ইউরো থেকে সর্বোচ্চ ২০০০ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার কাজে অভিজ্ঞ হন তাহলে বাংলাদেশের টাকায় আপনার বেতন হবে দেড় লাখ টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত।

ফিনল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি

বর্তমানে ফিনল্যান্ডে যে কাজগুলো চাহিদা বেশি সেগুলোর লিস্ট নিচে দেয়া হলোঃ
  • ইলেকট্রিশিয়ান
  • কৃষি কাজ
  • ডেলিভারি বয়
  • প্লাম্বার
  • ওয়েল্ডিং শ্রমিক
  • বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টের ওয়েটার
  • সেলুনের নাপিত
  • এছাড়াও হোটেল এবং রেস্টুরেন্ট সম্পর্কিত বিভিন্ন কাজ
উপরে বর্ণিত কাজগুলোই বর্তমানে বিদেশি শ্রমিকদের জন্য বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। আর এ কাজগুলোর জন্য খুব বেশি খুব বেশি শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি যদি উপরে যে কোন একটি কাজ সম্পর্কে মোটামুটি দক্ষ থাকেন তাহলে ফিনল্যান্ড এর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন। উপরের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনি শুরুতেই মিনিমাম এক লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

শেষ কথা

উপরের আলোচনার উপরে ভিত্তি করে নিজে যাচাই-বাছাই করা ছাড়া কোন প্রকার সিদ্ধান্ত নিতে যাবেন না। যেহেতু ফিনল্যান্ড ইউরোপের একটি দেশ তাই সেখানে যাওয়ার জন্য আপনার বেশ বড় অংকের টাকা খরচ করতে হবে তাই সেখানকার কাজের পরিবেশ এবং আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা ইত্যাদি বিষয়গুলো খুব ভালোভাবে বিবেচনা করে এরপরে ভিসার জন্য আবেদনের সিদ্ধান্ত নিবেন। আর সেখানে আপনার বেতন উপরে যেরকম বলা আছে ঠিক সেরকমই হবে এমন কোন গ্যারান্টিও দেয়া সম্ভব না কারণ একজন শ্রমিক বা কর্মচারীর বেতন অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। তাই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে খোঁজ-খবর নেওয়ার অনুরোধ রইল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url