ভালো হোস্টিং চেনার উপায়
ওয়েবসাইটের সামগ্রিক পারফরম্যান্স বৃদ্ধির জন্য হোস্টিং এর গুরুত্ব যে কতটা সেটি নতুন করে বলার আর কিছু নেই, তবে ভালো হোস্টিং কিভাবে চিনবেন এটি সম্পর্কে অনেক কিছুই জানার আছে।হোস্টিং কেনার আগে আমরা সবাই চিন্তা করে থাকি কিভাবে একটি ভালো হোস্টিং চিনবো। বর্তমানে বাংলাদেশী বা ইন্টারন্যাশনাল শত শত হোস্টিং সার্ভিস প্রোভাইডার রয়েছে যাদের মধ্যে থেকে আসলে সেরা হোস্টিং প্রোভাইডার বেছে নেয়া একটু কঠিন কাজ বটে। আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে ভালো হোস্টিং চেনার কিছু উপায় বলবো যেগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার জন্য বেস্ট হোস্টিং সার্ভিস প্রোভাইডার কে বেছে নিতে পারবেন।
ভালো হোস্টিং চেনার ৬ টি উপায়
রিনিউয়াল কস্ট
হোস্টিং কেনার সময় আমরা অনেক কোম্পানিতে দেখতে পাই তারা প্রথম বছরের প্যাকেজ টা অনেক কম দামে দিয়ে থাকে এরপর আপনি যখন এক বছর পরে হোস্টিং রিনিউ করতে যাবেন তখন অনেক বেশি রিনিউয়াল চার্জ দিতে হবে। এটি হোস্টিং কোম্পানিগুলোর অনেক বড় একটি ফাঁদ বলতে পারেন, কারণ প্রথম বছরে অনেক কম দামে আপনাকে সার্ভিস দিয়ে এরপরে যখন রিনিউ করতে যাবেন তখন অতিরিক্ত পরিমাণে সার্ভিস চার্জ ধার্য করবে।
তাই সব সময় হোস্টিং কেনার আগে এই বিষয়টি মাথায় রাখবেন, শুধুমাত্র প্রথম বছরের খরচ দেখে হোস্টিং না কিনে বরং পরবর্তী বছর থেকে কত টাকা রিনিউয়াল চার্জ দিতে হবে সেটি খেয়াল করবেন তা না হলে কিন্তু যে দাম দিয়ে প্রথমে হোস্টিং কিনছেন পরবর্তীতে আর সেই দামে রিনিউ করতে পারবেন না। আর ডোমেইনের মত কিন্তু হোস্টিং আপনি কোথাও ট্রান্সফার করতে পারবেন না, অর্থাৎ ডোমেইন একটি কোম্পানি থেকে কেনার পর যদি সার্ভিস ভালো না লাগে তাহলে পরবর্তী বছর থেকে আপনি অন্য কোন কোম্পানিতে আপনার ডোমেইন টি ট্রান্সফার করতে পারেন কিন্তু হোস্টিং এর ক্ষেত্রে সে সুযোগ নেই।
এসএসডি স্টরেজ (SSD)
যে কোম্পানিগুলো এসএসডি স্টোরেজ এর মাধ্যমে হোস্টিং সার্ভিস দিয়ে থাকে তাদের থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন, অবশ্য এখন সব কোম্পানি এসএসসি স্টোরেজের মাধ্যমে হোস্টিং সার্ভিস দিয়ে থাকে তবুও সাবধানতার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই দেখে নেবেন।
সাপোর্ট
এটি খুবই ইম্পরট্যান্ট একটি বিষয়,আপনার হোস্টিং প্রোভাইডারের যদি সাপোর্ট সিস্টেম ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। কারণ ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন রকমের সমস্যায় পড়ে থাকি যার জন্য হোস্টিং প্রোভাইডারের সাপোর্টের প্রয়োজন হয়। তাই অবশ্যই মনে রাখবেন আপনার চুজ করা হোস্টিং কোম্পানির সাপোর্ট সিস্টেম জানি অবশ্যই ভালো হয়। তবে এক্ষেত্রে আমি Blue Host, Hostinger এবং Namecheap এসব কোম্পানির থেকে খুব ভালো সার্ভিস পেয়েছি। পাশাপাশি বাংলাদেশের যে দুটি হোস্টিং সার্ভিস প্রোভাইডারের নাম বললাম তাদেরও সাপোর্ট সিস্টেম যথেষ্ট ভালো আপনি ২৪/৭ সার্ভিস পাবেন।
ব্যাকআপ
সাধারণত অনেক হোস্টিং কোম্পানি একটি ফ্রি ব্যাকআপ দেয়, সে টি হতে পারে উইকলি অথবা মান্থলি। অর্থাৎ আপনি যে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ফাইল আপলোড করবেন সেগুলো জানি কোনভাবে ডিলিট বা নষ্ট হয়ে না যায় তার জন্য অবশ্যই সেগুলোর একটি ব্যাকআপ কপি সংরক্ষণ করা প্রয়োজন। তাই যে হোস্টিং কোম্পানিগুলো এই সার্ভিস ফ্রিতে দিয়ে থাকে তাদের থেকে হোস্টিং সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন।
আপটাইম এবং ডাউনটাইম
আমরা যখন একটি ওয়েবসাইট ব্রাউজ করি তখন সেই ওয়েবসাইটে সার্ভার থেকে আমাদেরকে বিভিন্ন কনটেন্ট দেখানো হয় যেগুলো মূলত সেই ওয়েবসাইটের হোস্টিং এ স্টোর করা থাকে। অর্থাৎ এখানে মূল বিষয়টি হচ্ছে যদি আপনার হোস্টিং প্রোভাইডারের আপ টাইম এবং ডাউন টাইম স্লো হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইটটি লোড নিতে অনেক বেশি সময় নিবে যেটি আপনার ইউজারদের উপরে একটি বাজে প্রভাব ফেলবে। তাই আপনি যেখান থেকে হোস্টিং সার্ভিস নিতে চাচ্ছেন তাদের সার্ভিসের আপলোড এবং ডাউনলোড স্পিড কেমন সেটি সম্পর্কে অবশ্যই খোঁজ নিবেন।
কাস্টমার রিভিউ
এটি অনেক ইম্পরট্যান্ট একটি পয়েন্ট কারণ একটি কোম্পানির সার্ভিস সম্পর্কে তাদের কাস্টমার রিভিউ থেকে অনেক কিছুই জানা যায়। তুলনামূলক যে কোম্পানির কাস্টমার রিভিউ ভালো অর্থাৎ যাদের থেকে সার্ভিস নিয়ে কাস্টমাররা বেশি সন্তুষ্ট হয়েছে তাদের থেকে হোস্টিং সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি আপনাদেরকে কিছু হোস্টিং কোম্পানি সাজেস্ট করেছি আপনি চাইলে তাদের কাস্টমার রিভিউ গুলো দেখে নিতে পারেন যে আপনার আগে যারা ওই কোম্পানির সার্ভিস নিয়েছে তারা আসলে কেমন সার্ভিস পেয়েছে তাদের থেকে।
শেষ কথা
উপরে আলোচিত বিষয়গুলো বিবেচনা করে যদি আপনি কোন হোস্টিং কোম্পানি বেছে নেন তাহলে আশা করি তাদের থেকে আশানুরূপ সার্ভিস পাবেন। এছাড়াও আপনার আশেপাশে যদি এমন কেউ থাকেন যে হোস্টিং সম্পর্কে ভালো ধারণা রাখে তাহলে তাদের থেকেও পরামর্শ নিতে পারেন। আগেও বলেছি যেহেতু ডোমেইন ট্রান্সফার করা গেলেও আপনি কিন্তু চাইলেও কখনোই একবার হোস্টিং কেনার পর তাদের সার্ভিস ভালো না হলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। তাই কোন কোম্পানি থেকে হোস্টিং নিবেন সেটি অবশ্যই আগে থেকে চিন্তা ভাবনা করে এরপরে হোস্টিং সার্ভিস নিবেন।
আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url