নরওয়ে তে কোন কাজের চাহিদা বেশি? এবং কাজের পরিবেশ কেমন

নরওয়ে তে কোন কাজের চাহিদা বেশি? এবং কাজের পরিবেশ কেমন

নরওয়ে তে কোন কাজের চাহিদা বেশি? এবং কাজের পরিবেশ কেমন

আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন, আজকে আমরা কথা বলব নরওয়ে নিয়ে। নরওয়ে অনেক সেফ একটা কান্ট্রি যেখানে আপনি ২৪ ঘন্টা কোন প্রকার ঝামেলা ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন। আপনারা ফেসবুক বা ইউটিউব এর বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন যারা নরওয়েতে বসবাস করে তাদেরকে যদি প্রশ্ন করা হয় নরওয়ে সম্পর্কে তবে তারা এক কথায় উত্তর দেবে রাতের বেলায় কাজ শেষে তারা একদম চিন্তামুক্ত ভাবে বাসায় ফিরতে পারে। চলুন তবে দেশটির কাজের পরিবেশ এবং কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। 

স্টুডেন্ট দের জন্য নরওয়ে কেমন দেশ?

যারা পড়াশোনার উদ্দেশ্যে নরওয়েতে যেতে চান তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো একদিকে যেমন সেখানকার উচ্চ শিক্ষার মান একদম বিশ্বমানের অন্যদিকে আপনি যদি ভালোভাবে পড়াশোনা শেষ করতে পারেন তাহলে সেখানেই খুব ভালো বেতনের একটি জব পেয়ে যেতে পারেন। বাংলাদেশ থেকে অনেকে নরওয়েতে অনার্স, মাস্টার্স বা পিএইচডি করার জন্য যেয়ে থাকেন। সেখানে যদি আপনি তিন বছর পড়াশোনা করেন আর দুই বছর যদি কোন একটা কাজ করতে পারেন তাহলে সেখানকার নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আপনি যদি কোন চাকরি না করে নরওয়েতে কোন বিজনেস বা যেকোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে খুব বেশি আইনী ঝামেলা পোহাতে হবে না এবং কোন প্রকার এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হবে না। বাংলাদেশ অনেক স্টুডেন্ট সেখানকার বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে রিসার্চের কাজে যুক্ত রয়েছে। যেহেতু নরওয়েতে গিয়ে যদি একজন স্টুডেন্ট ভালোভাবে উচ্চশিক্ষা সম্পূর্ণ করে তাহলে সে ক্ষেত্রে তার একটি ভালো পর্যায়ে চাকরি সুযোগ সেখানেই রয়েছে যেটি প্রত্যেকটি স্টুডেন্ট এর একটি কমন লক্ষ্য। দেশটি ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেনজেন ভুক্ত হওয়ার কারণে কোন স্টুডেন্ট যদি যায় উচ্চশিক্ষা সম্পূর্ণ করার পর ইউরোপের সেনজেনভুক্ত আর অন্যান্য দেশ যেমন জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশে চাকরির জন্য অনায়াসে চলে যেতে পারে।

নরওয়ের কাজের পরিবেশ

বর্তমানে নরওয়েতে বাংলাদেশিরা অনেক ভালো ভালো পজিশনে আছে। পৃথিবীর অন্যান্য দেশগুলিতেও বাংলাদেশীরা যে খুব বেশি খারাপ পজিশনে আছেন বিষয়টি এমন নয় তবে নরওয়েতে বেশি সংখ্যক মানুষ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেমন গবেষণায় নিয়োজিত আছে তেমনি বিভিন্ন হাসপাতাল গুলোতে বাংলাদেশী ডাক্তারও রয়েছেন। এছাড়াও সেখানকার বড় বড় কোম্পানি এবং মিল ফ্যাক্টরিতেও অনেক বাংলাদেশী বড় বড় পোস্টে চাকরি করছেন।

আপনারা যদি নরওয়েতে এমন কোন কাজ করতে চান যেখানে আপনাকে অন্যদের সাথে কমিউনিকেট করতে হবে বা কথা বলতে হবে সে ক্ষেত্রে আপনাকে নরওয়ের ভাষা জানতে হবে কারণ সেখানকার মানুষ ইংরেজিতে অভ্যস্ত নয়। উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি গাড়ির শোরুমে কাজ করেন সে ক্ষেত্রে আপনাকে একটি গাড়ি সম্পর্কে যাবতীয় তথ্য কাস্টমারকে নরওয়ের স্থানীয় ভাষায় বুঝিয়ে দিতে হবে। শুধু গাড়ির কোম্পানি না এমন আরো যত প্রতিষ্ঠান আছে যেখানে আপনার কাজ হল কাস্টমারদের সাথে যোগাযোগ করা বা তারা যেটা জানতে চায় সে সম্পর্কে তাদেরকে জানানো।

নরওয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

নরওয়ের রাজধানীর নাম হচ্ছে ওসলো (OSLO) শহর টির নাম আপনারা অনেকেই হয়তো শুনেছেন। এ শহরটিতে মানুষের পাশাপাশি সেখানকার পশু পাখির নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়। যদিও নরওয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি সেনজেন দেশ তবুও সেখানে মুদ্রা হিসেবে ইউরোর প্রচলন নেই। সেখানকার মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন বা ক্রোনা অনেকে অনেক রকম উচ্চারণ করে থাকে। নরওয়ের ১ ক্রোন সমান বাংলাদেশি টাকায় বর্তমানে ১১ টাকা ২৪ পয়সা। দেশটির আয়তন ৩ লাখ ৮৫ হাজার ২০৭ বর্গকিলোমিটার আর জনসংখ্যা ৫ দশমিক ৫ মিলিয়ন বা ৫৫ লাখেরও বেশি মানুষ দেশটিতে বসবাস করে। নরওয়ের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না হলেও সেখানে ইনকামের পরিমাণ কিন্তু বেশ ভালোই।

নরওয়ে তে কোন কাজের চাহিদা বেশি

আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যদি আপনি নরওয়েতে কাজের খোঁজ করেন তাহলে অনেক রকম জবই পেয়ে যাবেন খুব সহজে। তবে এক এক দেশে এক এক রকম কাজের বেশি চাহিদা থাকে তেমনি নরওয়েরও রয়েছে। নরওয়েতে কোন কাজগুলোর চাহিদা বেশি তার লিস্ট নিচে দেওয়া হলো।

আপনারা যারা উচ্চশিক্ষিত আছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু উচ্চ বেতন এবং মর্যাদা সম্পন্ন কাজের অপশন রয়েছে তার মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকতা, আইটি এক্সপার্ট, এআই এক্সপার্ট, কিন্ডারগার্টেন বা স্পেশাল এডুকেশন টিচার্স ইত্যাদি। এই কাজগুলোর জন্য একদিকে যেমন উচ্চ শিক্ষার প্রয়োজন হয় তেমনি পর্যাপ্ত কাজের অভিজ্ঞতার ও প্রয়োজন রয়েছে।

এছাড়া যাদের খুব বেশি শিক্ষাগত যোগ্যতা নেই তাদের ক্ষেত্রে কিছু সাধারণ কাজের ও সুযোগ রয়েছে যেগুলো হলঃ
  • ওয়েল্ডিং শ্রমিক
  • মেটাল ওয়ার্কার
  • কার্পেন্টার
  • ইলেকট্রিশিয়ান
  • প্লাম্বার
  • বিভিন্ন তেল ও গ্যাস কোম্পানি
উপরে বর্ণিত কাজগুলো চাহিদা বর্তমানে নরওয়েতে খুব বেশি রয়েছে আপনি চাইলে আপনার যোগ্যতা অনুযায়ী এর মধ্যে থেকে যে কোন একটি কাজকে বাছাই করে নিতে পারেন।

শেষ কথা

উপরের আলোচনা থেকে আশা করি বুঝতে পেরেছেন নরওয়ে একদিকে যেমন উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি আদর্শ দেশ তেমনি কর্মসংস্থান, জীবনযাত্রার মান এবং নিরাপত্তার দিক দিয়েও এ দেশটির জুড়ি মেলা ভার। এছাড়াও বর্তমানে যেহেতু নরওয়েতে বাংলাদেশী কমিউনিটি অনেক স্ট্রং তাই আপনি সেখানে গিয়ে কোন সমস্যায় পড়লে অবশ্যইবাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকবে। কাজের সুযোগের কথা বলতে গেলে নরওয়েতে যেমন উচ্চশিক্ষিত এবং দক্ষ লোকের কাজের সুযোগ রয়েছে তেমনি তুলনামূলক কম শিক্ষিত এবং কম যোগ্যতা সম্পন্ন মানুষের জন্য সাধারণ কাজের সুযোগও রয়েছে। তাই সব দিকে বিবেচনায় বলাই যায় অভিবাসন প্রত্যাশীদের জন্য নরওয়ে একটি আদর্শ দেশ হিসেবে বিবেচিত হতেই পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url