মেসি ও রোনালদোর গোল সংখ্যা; মেসি বনাম রোনালদো

মেসি ও রোনালদোর গোল সংখ্যা, মেসি বনাম রোনালদো

মেসি ও রোনালদোর গোল সংখ্যা, মেসি বনাম রোনালদো

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড় হলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজন প্লেয়ার এরই যথেষ্ট জনপ্রিয়তা এবং ফ্যান বেজ রয়েছে যার কারণে সব সময়ই দুজনের ভক্তদের মধ্যে তাদের ব্যক্তিগত অর্জন এবং গোল সংখ্যা নিয়ে আলাপ-আলোচনা চলতেই থাকে। চলুন তবে এই দুজন কিংবদন্তির ক্লাব এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের মোট গোল সংখ্যা কত সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

লিওনেল মেসি

লিওনেল মেসির গোল সংখ্যা ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত,

ক্লাব ক্যারিয়ারে ৮১৯ টি গোল করেছেন যার মধ্যে বার্সেলোনা, পিএসজি এবং ইন্টার মিয়ামি তে খেলেছেন। আর আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে মোট ১০৩ টি গোল করেছেন অর্থাৎ মেসির সর্বমোট গোল সংখ্যা ক্লাব এবং আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ৯২২ টি।

ক্রিস্টিয়ানো রোনালদো

অন্যদিকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে রোনালদো গোল করেছেন 737 টি। এ সময়ে তিনি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং সর্বশেষ আল-নাসের ক্লাবে খেলেছেন। এবং আন্তর্জাতিক ম্যাচে পর্তুগালের হয়ে মোট গোল করেছেন 123 টি। আন্তর্জাতিক এবং ক্লাব ক্যারিয়ার মিলে রোনালদো মোট ৯৬০টি গোল করেছেন। 

অর্থাৎ আন্তর্জাতিক ক্যারিয়ারের মেসের চাইতে রোনালদো মোট ২০ টি গোল বেশি করেছেন। অন্যদিকে রোনালদোর চাইতে ক্লাব ক্যারিয়ারে মেসি ৮২ টি গোল বেশি করেছেন।

অর্থাৎ পরিশেষে বলা যায় আপনি যদি এই দুজন কিংবদন্তিকে একে অপরের সাথে তুলনা করেন তাহলে কাউকেই কারো চাইতে নিজের অবস্থানে রাখতে পারবেন না দুজনেরই আলাদা আলাদা ভাবে অনেক বেশি ব্যক্তিগত এবং দলীয় অর্জন রয়েছে।

এই দুজন কিংবদন্তি কে থেকে নিয়ে ভক্তদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা এবং তুলনা দীর্ঘদিন ধরে চলমান। তাদের খেলার স্টাইল এবং গোল করার ক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় দুজনই অসাধারণ প্রতিভার অধিকারী। তবে তাদের খেলার ধরনের মধ্যে বেশ ভিন্নতা লক্ষ্য করা যায় এই ভিন্নতার মাধ্যমেই তারা ফুটবল ইতিহাসের অন্যতম তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 

লিওনেল মেসির গোল সংখ্যা বিশ্লেষণ

আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন মেসি সাধারণত নিখুঁত ড্রিবলিং আক্রমণাত্মক পাসিং এবং ক্ষিপ্র গতির উপর ভিত্তি করে গোল করে থাকেন। তিনি সতীর্থদের থেকে বল পাসিং এর আশা করেন না বরং তিনি নিজেই তাদেরকে নিখুঁত পাস দিয়ে একদিকে যেমন গোল করতে সাহায্য করেন অন্যদিকে তিনিও গোল করেন। মেসি তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সংখ্যক গোল করেছেন এর পেছনে তার সবচাইতে বড় শক্তি হলো সৃজনশীলতা, নিখুত পাশে এবং দুর্দান্ত ফিনিশিং।

মেসির উল্লেখযোগ্য গোল সংখ্যা

লা লিগায় ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির নাম আজও অক্ষুন্ন রয়েছে। বার্সেলোনার হয়ে তিনি লা লিগায় মোট ৪৭০ টি গোল করেছেন যেটি লা লিগার ইতিহাসে সর্বোচ্চ।

চ্যাম্পিয়ন্স লিগে মেসির মোট গোল সংখ্যা ১২৯ টি, চ্যাম্পিয়ন্স লিগেও মেসি একজন অন্যতম সফল খেলোয়াড় হিসেবে ভক্তদের কাছে পরিচিত। কোপা আমেরিকা ও বিশ্বকাপে ও মেসি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দলের প্রয়োজনে গোল অন্যকে দিয়ে যেমন করিয়াছেন তেমনি নিজেও করেছেন। সর্বশেষ ২০২২ সালের বিশ্বকাপ জয়ে মেসির অবদান যে কি সেটি আর বলার অপেক্ষা রাখে না।

ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা বিশ্লেষণ

আপনি যদি রোনালদোর খেলার স্টাইল মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার বোঝার কথা তিনি শারীরিক শক্তি, উচ্চতা এবং গতির উপরে নির্ভর করে ফুটবল খেলেন, এছাড়াও তার ফিনিশিং স্কিল ও দুর্দান্ত। ক্ষিপ্রগতিতে অন টার্গেট শর্ট এবং নিখুঁতভাবে হেডে গোল করার দক্ষতা তাকে অনন্য জায়গা দান করেছে ফুটবল জগতে। মূলত এসব দক্ষতার কারণেই তিনি ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত পারফর্ম করে একের পর এক গোল করে যান।

রোনালদোর উল্লেখযোগ্য গোল সংখ্যা

চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখনো রোনালদোর নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি চ্যাম্পিয়ন্স থেকে সর্বোচ্চ ১৪০ টি গোল করেছেন যেই রেকর্ড যদি কেউ ভাঙতে চায় তাহলে তাকে টানা ১০ মৌসুমে প্রতি ম্যাচে গড়ে একটি করে গোল করতে হবে যা প্রায় অসম্ভব। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লালিগাতেও তার গোল সংখ্যা নেহাত কম নয়। ইংল্যান্ড, স্পেন এবং ইতালির যে শীর্ষ লিগগুলো রয়েছে সেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন এবং সর্বোচ্চ গোল করার রেকর্ড করেছেন। শুধু ক্লাব ফুটবল নয় বরং আন্তর্জাতিক ক্যারিয়ারেও পর্তুগালের হয়ে তিনি মোট 123 টি গোল করেছেন যেটি পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ।

মেসি এবং রোনালদোর মধ্যে তুলনা

মেসি এবং রোনালদোর গোল সংখ্যা নিয়ে তুলনা করা গেলেও তাদের খেলার ধরন অবস্থান নিয়ে কখনোই একজনকে আরেকজনের সাথে তুলনা করার কোন সুযোগ নেই, যদি আপনি তুলনা করেও থাকেন তাহলে সেটি কখনোই যৌক্তিক হিসেবে বিবেচিত হবে না। তারা দুজনেই আলাদা আলাদা নেচারাল ট্যালেন্টেড ফুটবলার। তারা দুজনেই তাদের ফুটবল ক্যারিয়ারে শীর্ষ অবস্থানেই থেকেছেন এবং বর্তমানে শেষ পর্যায়ে এসেও সেটি অক্ষুন্ন রাখছেন।

মেসির যেমন অসাধারণ প্লেমেকিং দক্ষতা রয়েছে যার মাধ্যমে তিনি তার সতীর্থদের দিয়ে গোল করাতে পারেন অন্যদিকে নিজেও গোল করেন। অন্যদিকে রোনালদো পরিচিত সেরা ফিনিশার হিসেবে, তাছাড়াও তার হেডিং একুরেসি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। ডি বক্সের সামনে থেকে রোনালদোর নেয়া ফ্রি কিক যেন একটি পেনাল্টির সমান। অন্যদিকে মেসিও তার ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসেও খুব নিখুঁত ফ্রি কিক নিতে পারেন এখনো।

শেষ কথা

যে জেনারেশন মেসি এবং রোনালদোর ফুটবল খেলা উপভোগ করতে পেরেছেন তারা নিঃসন্দেহে এক অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। যদিও তাদের দুজনেরই ক্যারিয়ার শেষের দিকে তারপরেও এখনো অনেক তরুণ প্লেয়ার এর চাইতেও তারা অনেক গুণে ভালো পারফর্ম করে থাকে। বর্তমানে তারা দুজনই তুলনামূলক কম কম্পিটিটিভ দুটি লিগে খেলছেন। মেসি খেলছেন ইন্টার মিয়ামির হয়ে আর রোনালদো খেলছেন সৌদি লীগে আল নাসের এর হয়ে। তারা দুজন হয়তো আর খুব বেশি দিন ফুটবলের মঞ্চে থাকবেন না তবে তাদের করা রেকর্ড, গোল এবং অসাধারণ ফুটবল স্কিল সব সময় ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে বলা যায় দুজনের ক্যারিয়ার যেমন ভিন্ন তেমনি তাদের অবদানও ভিন্ন হবে এটাই স্বাভাবিক। সেসব ফুটবলপ্রেমীরা ভাগ্যবান যারা কিনা মেসিও রোনালদোর যোগে তাদের অসাধারণ খেলা উপভোগ করতে পেরেছে। 









মেসি ও রোনালদোর গোল সংখ্যা নিয়ে তুলনা করা হলেও, তাদের খেলার ধরন, অবস্থান, এবং ভূমিকা একে অপরের থেকে ভিন্ন। মেসি তার ন্যাচারাল ট্যালেন্ট, খেলার বুদ্ধিমত্তা এবং টেকনিকের জন্য পরিচিত, যেখানে রোনালদো তার শারীরিক সক্ষমতা, অ্যাথলেটিকিজম, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। দুজনই তাদের ক্যারিয়ারের শীর্ষে থেকেছেন অনেক বছর ধরে এবং প্রতিটি মরশুমে অসাধারণ গোল করেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url