গ্রিসে বেতন কত? প্রতি ঘন্টায়, সপ্তাহে এবং মাসে কত ইনকাম কত
গ্রিসে বেতন কত? প্রতি ঘন্টায়, সপ্তাহে এবং মাসে কত ইনকাম কত
পৃথিবীর প্রত্যেকটি দেশেই শ্রমিক- কর্মীদের বেতন সাধারণত তাদের কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা সহ আরো বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। তবে আজকের আর্টিকেলে আমরা গ্রিসে আপনি আনুমানিক বিভিন্ন কাজ করে কত টাকা ইনকাম করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনি প্রতি ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারবেন, প্রতি সপ্তাহে সর্বোচ্চ অভার টাইমসহ কত ঘন্টা কাজ করতে পারবেন, প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে, তাই এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
গ্রিসে প্রতি সপ্তাহে কত টাকা ইনকাম হয়
গ্রিসে আপনারা যদি কাজ করেন তাহলে প্রতি ঘন্টায় ৬ ইউরো মত ইনকাম করতে পারবেন যা বর্তমান রেট অনুযায়ী বাংলাদেশী টাকায় 2116 টাকা হয়। টাকার রেট প্রতিনিয়ত পরিবর্তিত হয় তাই আপনি যেদিন আর্টিকেলটি পড়ছেন সেদিনের রেট জানতে google এ গিয়ে সার্চ করবেন ৬ ইউরো টু বিডিটি তাহলে সেদিনের রেটটি দেখতে পাবেন।
প্রতিদিন ৭ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করলে সপ্তাহে মোট কাজ করতে পারবেন ৩৫ ঘন্টা এটি হচ্ছে নরমাল ওয়ার্ক আওয়ার। গ্রিসে আপনি নরমালি সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ করতে পারবেন তবে আপনি চাইলে ওভারটাইমসহ সর্বোচ্চ ৪৫ ঘন্টা লিগ্যালি কাজ করতে পারবেন এর চেয়ে বেশি না। অর্থাৎ কেউ চাইলে আরো ১০ ঘন্টা অতিরিক্ত কাজ করতে পারে সে ক্ষেত্রে তার সাপ্তাহিক কর্ম ঘন্টা হবে 45 ঘন্টা।
আপনি যদি সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ করেন তাহলে আপনার বেতন হবে ২৭০ ইউরো যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে বর্তমান রেট অনুযায়ী 35 হাজার 710 টাকা হয়। আর যদি আপনি ওভারটাইম না করেন এবং সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন 210 ইউরো যা বাংলাদেশী টাকায় ২৭ হাজার ৭৭৫ টাকা হয়। এক্ষেত্রে আপনি যদি অভার টাইম করেন তাহলে আপনি স্বাভাবিক কাজের চেয়ে ৬০ ইউরো বেশি ইনকাম করতে পারবেন।
গ্রিসে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়
আপনারা যদি ওভারটাইম ছাড়া সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজ করেন তাহলে এক মাসে মোট কাজ করবেন ১৪০ ঘন্টা। আর প্রতি ঘন্টায় যেহেতু ৬ ইউরো করে বেতন ধার্য করা হয় তাই সে হিসেবে প্রতি মাসে আপনি ইনকাম করবেন ৮৪০ ইউরো যেটি বাংলাদেশে টাকায় ১ লাখ ১১ হাজার ১০০ টাকা মতো হয় বর্তমান রেট অনুযায়ী। আর যদি আপনারা ওভারটাইমসহ প্রতি সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ করেন তাহলে প্রতি মাসে কাজ করবেন 180 ঘন্টা, প্রতি ঘন্টা ৬ ইউরো হিসেবে আপনি প্রতি মাসে বেতন পাবেন ১ লাখ ৪২ হাজার ৮৪৩ টাকা।
আমি যে বেতনের কথা বললাম সেটি মূলত দুটি বিষয়ের উপরে নির্ভর করে পরিবর্তিত হতে পারে সেটি হল শিক্ষাগত যোগ্যতা এবং কাজের চুক্তি। গ্রিসে সাধারণত দুই ধরনের কাজের চুক্তি হয়ে থাকে একটি হল পার্মানেন্ট এবং আরেকটি হলো টেম্পোরারি। পার্মানেন্ট জবের ক্ষেত্রে বেতন টেম্পোরারি জবের তুলনায় একটু বেশি হয়ে থাকে। গ্রিসে কাজের চুক্তি সাধারনত ৩ মাস, ৬ মাস বা যেকোনো মেয়াদি হয়ে থাকে। আপনি চাইলে পরবর্তীতে তাদের সাথে কাজের চুক্তি আরো বাড়াতে পারবেন।
আরেকটি বিষয় হলো উপরে যে বেতনের কথা বলা হয়েছে সেটি ট্যাক্স কাটার আগের বেতন। অর্থাৎ আপনার একাউন্টের বেতনের টাকা ঢোকার পর সেখান থেকে ট্যাক্স কেটে এরপরে আপনাকে বেতনের টাকা দেয়া হবে। তাই ওপরের যে মাসিক বা সাপ্তাহিক ইনকামের কথা বলা হয়েছে সেটি মোট বেতন এবং ট্যাক্স কাটার পর আপনি যেটি হাতে পাবেন সেটি হচ্ছে নীট বেতন।
শেষ কথা
তবে উপরে যে রেটের কথা বলা হয়েছে সেটি হচ্ছে google এর রেট, আপনি বাস্তবে কোন ব্যাংকে বা মানি এক্সচেঞ্জারের গিয়ে এর চাইতে কম বা বেশি রেট পেতে পারেন। ব্যাংক রেট এবং google এর রেট এর মধ্যে অনেক সময় চার থেকে পাঁচ টাকা মতো ডিফারেন্স দেখা যায়।
আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url