ইউরোপের কোন দেশে বেতন বেশি? ইউরোপের বেশি বেতন দেয়া ৩ দেশ

ইউরোপের কোন দেশে বেতন বেশি?

ইউরোপের কোন দেশে বেতন বেশি?

আজকের আর্টিকেলে আমরা ইউরোপের এমন তিনটি দেশ নিয়ে কথা বলবো যেখানে উচ্চ বেতনের পাশাপাশি জীবনযাত্রার মান ও অনেক উন্নত। এমন অনেক দেশ আছে যেখানে বেতন অনেক ভালো হলেও অন্যান্য অনেক অসুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ লুক্সেমবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হলেও দেশটি অনেক ছোট হওয়ার কারণে অনেক জনবহুল। তাই আজকে আপনাদের ইউরোপের এমন তিনটি দেশ সম্পর্কে জানাবো যেখানে বেতনের পাশাপাশি লাইফ স্টাইল এবং সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুই অনেক ভালো। তো চলুন ইউরোপের সবচেয়ে বেশি বেতনের এবং বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত তিনটি দেশ সম্পর্কে জেনে নেয়া যাক।

ফ্রান্স

২০২৪ সালের জানুয়ারি মাস থেকে ফ্রান্সে এক ঘন্টা কাজের জন্য যে বেতন দেয়া হতো তার চাইতে বর্তমানে ১ দশমিক ১৩% হারে বেতন বাড়ানো হয়েছে। অর্থাৎ আপনি আগে ফ্রান্সে এক ঘন্টা কাজের জন্য যে বেতন পেতেন তার চেয়ে এখন ১ দশমিক ১৩ পার্সেন্ট বেতন বেশি পাবেন। নতুন নিয়ম অনুযায়ী ফ্রান্সে আপনি ১ ঘন্টা কাজ করলে বেতন পাবেন ১১ ইউরো ৬৬ সেন্ট এটি বাংলাদেশের টাকায় হিসাব করলে ১৫৪০ টাকা হয় আজকের রেট অনুযায়ী। 

আপনারা যদি সপ্তাহে ৩৫ ঘণ্টা করে মাসে ১৪০ ঘন্টা কাজ করেন চার সপ্তাহ মিলে তাহলে বেতন পাবেন ১৬৩২ ইউরো ০৪ সেন্ট  যেটি বাংলাদেশি টাকায় ২ লাখ ১৫ হাজার ৮৫২ টাকার সমান। আপনি যদি এর চাইতে বেশি কাজ করেন তাহলে আরও বেশি বেতন পাবেন আর কম  কাজ করলে কম বেতন পাবেন এটি খুবই সাধারণ বিষয় নতুন করে বলার কিছু নেই। আপনার মাসিক বেতন থেকে সেখানকার সরকার কর্তৃক নির্ধারিত ইনকাম ট্যাক্স কাটার পর এর পরে আপনি বেতন হাতে পাবেন। আর টাকার মান যেহেতু নিয়মিত উঠা নামা করে তাই আপনি যে তারিখে এগুলো থেকে বাংলাদেশী টাকায় কনভার্ট করতে চাচ্ছেন সেদিনকার রেট জেনে নিবেন।

আর যদি আপনি সপ্তাহে ৪৫ ঘণ্টা কাজ করেন সে হিসেবে মাসে আপনি কাজ করবেন ১৮০ ঘন্টা আর প্রতি ঘন্টায় ১১ ইউরো ৬৬ সেন্ট হারে বেতন হিসেব করলে আপনার মাসিক বেতন হবে ২০৯৮ ইউরো ৮ সেন্ট যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ২ লাখ ৭৭ হাজার ৫৯২ টাকা।

জার্মানি

আপনি যদি জার্মানিতে কাজ করেন তাহলে প্রতি ঘন্টা কাজের জন্য আপনি বেতন পাবেন ১২ ইউরো ৪১ সেন্ট যেটি আজকের রেট অনুযায়ী বাংলাদেশের টাকায় হিসেব করলে ১৬৩৮ টাকা হয়। ফ্রান্সের মতো জার্মানিতেও ২০২৪ সাল থেকে প্রতি ঘন্টার বেতন ১২ ইউরো থেকে বেড়ে ১২ ইউরো ৪১ সেন্ট হয়েছে। আপনারা যদি জার্মানিতে এক মাস কাজ করেন তাহলে বেতন পাবেন ২০৮৫ ইউরো যা বাংলাদেশী টাকায় হিসাব করলে ২ লাখ ৭৫ হাজার ২২০ টাকা হয়। 

এখানেও আপনার কাজের উপরে নির্ভর করে বেতন কম বা বেশি হতে পারে আপনি যদি স্বাভাবিক কর্ম ঘণ্টার বাইরে ওভারটাইম করেন তাহলে সে ক্ষেত্রে ওভারটাইমের জন্য আলাদা বেতন পাবেন এক্ষেত্রে আপনার বেতন এর চেয়ে কিছুটা বেশি হতে পারে। অন্যদিকে আপনি যদি নির্ধারিত কর্মঘন্টার কম অথবা টেম্পোরারি জব করেন তাহলে সেক্ষেত্রে আপনার বেতন কম হতে পারে। এখানেও আপনাকে কোম্পানি থেকে যে বেতনটা দেবে সেখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দিয়ে এরপরে আপনি বেতনের টাকা হাতে পাবেন।

ইংল্যান্ড

ইংল্যান্ড যেহেতু বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পদ বাতিল করেছে যার কারণে অনেকের কনফিউশন আছে যে ইংল্যান্ড কি আসলেও ইউরোপের দেশ কি না। এক্ষেত্রে সবাই মনে করে থাকে যেহেতু ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে তাহলে হয়তো বর্তমানে সেটি ইউরোপের দেশ না। তবে কথাটা সত্য নয় ইংল্যান্ড এখনো নর্থ ইউরোপের একটি দেশ। ইউরোপিয়ান ইউনিয়ন শুধুমাত্র একটি অ্যাসোসিয়েশন এখান থেকে কোন দেশ সদস্য পদ বাতিল করা মানে সে ইউরোপের বাইরে চলে যাওয়া না। 

ইংল্যান্ডের বেতনের সিস্টেম অন্যান্য দেশের তুলনায় একটু ইউনিক। এখানে আপনি কাজের বিনিময়ে কত টাকা বেতন পাবেন সেটি নির্ভর করবে আপনার বয়সের উপরে। কারো বয়স যদি ১১ বছরের বেশি হয় তাহলে সে প্রতি ঘন্টায় কাজের বিনিময়ে ১১ পাউন্ড বেতন পাবে এক্ষেত্রে বাংলাদেশী টাকায় সেটি হবে ১৭২৪ টাকা। আর আপনার বয়স যদি ১৮ থেকে ২০ বছর হয় তাহলে সেটি কমে দাঁড়াবে ৮ পাউন্ড ৬০ সেন্ট এ যা বাংলাদেশী টাকায় ১৩৪৮ টাকা। আর আপনার বয়স যদি ১৬ থেকে ১৭ বছরের মধ্যে হয় তাহলে আপনি প্রতি ঘন্টা কাজের বিনিময়ে পাবেন ৬ পাউন্ড ৪০ সেন্ট যা বাংলাদেশি টাকায় ১ হাজার ৩ টাকার সমান।

শেষ কথা

ওপরে যে তিনটি দেশের কথা বলা হয়েছে সেগুলো সম্পর্কে কমবেশি আমরা সবাই অবগত। । শুধু তাই নয় এই তিনটি দেশ যে সারা বিশ্বের মধ্যে অর্থনৈতিকভাবে এবং জীবন যাত্রার মানের দিক দিয়ে প্রথম সারির সেদিন স্বীকার করতে সবাই বাধ্য। তাই আপনার যদি আর্থিক সামর্থ্য এবং সুযোগ থাকে তাহলে অবশ্যই ইউরোপের এই তিনটি দেশে আসার কথা বিবেচনা করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url