সাইপ্রাস বেতন কত? তুর্কি সাইপ্রাসের বেতন কাঠামো

সাইপ্রাস বেতন কত? তুর্কি সাইপ্রাসের বেতন কাঠামো

সাইপ্রাস বেতন কত? তুর্কি সাইপ্রাসের বেতন কাঠামো

আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আজকের আর্টিকেলে আলোচনা করবো বর্তমানে সাইপ্রাসে কাজের বেতন কত টাকা সে সম্পর্কে। আপনার হয়তো জানেন বর্তমানে সাইপ্রাস দেশটিকে দুটি দেশ শাসন করছেন একটি হলো তুর্কি এবং অপরটি হলো গ্রিস। এই দুই অংশের বেতন সাধারনতন দুই প্রকারের হয়ে থাকে অর্থাৎ সেখানকার সরকার নির্ধারিত বেতন দুই রকম হয়। সাইপ্রাসের যে অর্ধেক তুর্কি শাসন করে সে অংশটাকে বলা হয় তুর্কি সাইপ্রাস এবং যে অংশ গ্রীস শাসন করে সে অংশকে বলা হয় গ্রিক সাইপ্রাস। আজকে আমরা তুর্কি সাইপ্রাসের বেতন কাঠামো নিয়ে আলোচনা করব

তুর্কি সাইপ্রাসের বেতন কাঠামো

২০২২ - ২৩ সালে সরকার কর্তৃক নির্ধারিত বেতন কাঠামো ছিল ১৫ হাজার ৭৫০ লিরা। সাইপ্রাস এর স্থানীয় মুদ্রার নাম হচ্ছে লিরা যার বর্তমান মূল্য বাংলাদেশী টাকায় ৩ টাকা ৫১ পয়সা। অর্থাৎ সাইপ্রাসের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশের ৩ টাকা ৫১ পয়সা। অর্থাৎ ২০২২ থেকে ২৩ সালের দিকে তুর্কি সাইপ্রাসের কর্মরত একজন শ্রমিকের বেতন ছিল ১৫ হাজার ৭০০ লিরা যা বাংলাদেশী টাকায় ৫৫ হাজার টাকা মতো। সে সময়ে যারা সাইপ্রাসে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন তাদের থেকে প্রাপ্ত তথ্য মতে সাধারণত কাজের শুরুর দিকে তারা ১৫০০০ থেকে ১৫,৭০০ লিরা বেতন পেয়েছিলেন।

কিন্তু ২০২৪ সালে সরকার এই বেতন বাড়িয়ে ২৪ হাজার লিরা করেছে যেটি এই বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর রয়েছে। তো সে হিসেবে আপনি যদি এখন সাইপ্রাসের কাজের উদ্দেশ্যে যান তাহলে বেতন পাবেন 24,000 লিরা যা বর্তমানে বাংলাদেশী টাকায় ৮৪ হাজার টাকা মতো।

তবে দুঃখজনক ব্যাপার হল সরকার কর্তৃক নির্ধারিত বেতন অনেক কোম্পানি দেয় না। বর্তমানে সাইপ্রাসের অবস্থানরত অনেকের সাথে কথা বলে জানা গিয়েছে সরকার কর্তৃক যে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 24000 লিরা সে পরিমাণ বেতন তাদেরকে দেয়া হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ১৫ থেকে ২০ হাজার লিরা আবার অনেক কোম্পানি ২০ থেকে ২২ হাজার লিরা অবদি বেতন দিয়ে থাকে। অবশ্য সব কোম্পানির দেয় না এমন না কিছু কিছু কোম্পানি আছে তারা এই নিয়ম মেনে সঠিক পরিমাণ বেতনই দিয়ে থাকে।

তবে আপনারা নতুন যারা সাইপ্রাস যাবেন তারা সেখানে গিয়েই যে ২৪ হাজার লিরা বেতন পাবেন সেটি নিশ্চিতভাবে বলা যায় না। যেহেতু সেখানকার কোম্পানিগুলো সরকারের নির্ধারিত বেতন সবসময়ই দেয় না তাই এখানে একটা অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশের অনেক এজেন্সি বা দালাল আছে যারা ২৫ থেকে ২৬ হাজার লিরা বেতনের কথা বলে ভিসা দিয়ে থাকে কিন্তু সেখানে গিয়ে দেখা যায় বেতন আরো কম, অনেক ক্ষেত্রে দেখা যায় বেতন ১৫ হাজার থেকে ২০ হাজার লিরা হয়। তাই অবশ্যই ভিসা আবেদনের আগে এজেন্সি থেকে আপনাকে কোন কোম্পানিতে পাঠাচ্ছে সেই কোম্পানি সম্পর্কে ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিবেন। যদি সম্ভব হয় সেই কোম্পানি তে অলরেডি কাজ করছে এমন কারো সাথে যোগাযোগ করে বেতন কাঠামো সহ কাজের পরিবেশ সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।

সাইপ্রাসের যে সমস্ত নামকরা কোম্পানিগুলো রয়েছে সাধারণত তারা সরকার কর্তৃক নির্ধারিত বেতনই দিয়ে থাকে তাই যদি সম্ভব হয় অবশ্যই স্বনামধন্য কোন কোম্পানির সাথে চুক্তি করে সাইপ্রাসে যাওয়ার চেষ্টা করবেন। আর একটি ব্যাপার হল পৃথিবীর সমস্ত দেশে আপনার বেতনের পরিমাণ নির্ধারিত হবে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতার উপরে তাই যে কাজের জন্য আবেদন করবেন আপনি যেন অবশ্যই সে কাজের উপরে দক্ষ হন এ বিষয়টি মাথায় রাখবেন। ভালো হয় আপনি আগে থেকে যে কাজগুলো খুব ভালোভাবে করতে পারেন এই সমস্ত কাজের জন্য আবেদন করা।

শেষ কথা

বিশেষ করে দালালেরা অনেক সময় উচ্চ বেতনের লোভ দেখিয়ে ভিসার জন্য অতিরিক্ত টাকা নিয়ে থাকে এর পরে সেখানে গিয়ে দেখা যায় বেতনের পরিমাণ অনেক কম। কিছু কিছু কোম্পানি আছে যারা আসলেই নতুন অবস্থায় ২৬ থেকে ৩০ হাজার লিরা অবদি বেতন দেয় তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনার কাজ জানা থাকতে হবে। আপনি যদি নতুন অবস্থায় ভালো কাজ করতে পারেন আর আপনার কাজে যদি মালিক সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই আপনার বেতন বেশি হবে। 

কিন্তু সতর্কতার বিষয় হচ্ছে উচ্চ বেতনের লোভে পড়ে কখনোই জানি দালালের খপ্পরে পড়ে প্রতারিত না হন। আপনি যে কাজে দক্ষ অথবা কোন কাজে যদি দক্ষ নাও হন তাহলে যে কাজের জন্য সাইপ্রাসে যেতে চাচ্ছেন দেশ থেকেই সে কাজের উপরে মোটামুটি একটা অভিজ্ঞতা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাকে আর বেতন নিয়ে চিন্তা করতে হবে না। আরেকটি বিষয় হলো অনেকেই শুরুর দিকে অনেক বেশি বেতন আশা করেন যেটি কখনোই উচিত নয়, ধৈর্য সহকারে কয়েক বছর কাজ করার পর যখন আপনি অভিজ্ঞ হবেন তখন আপনার বেতন এমনিতেই অনেক বেশি হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url