আলবেনিয়া থেকে ইতালি কত কিলোমিটার এবং বিমান ভাড়া কত?

আলবেনিয়া থেকে ইতালি কত কিলোমিটার এবং বিমান ভাড়া কত?

আলবেনিয়া থেকে ইতালি কত কিলোমিটার এবং বিমান ভাড়া কত?

আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আলবেনিয়া থেকে ইতালি যেতে ইচ্ছুক অনেকেই প্রশ্ন করে থাকেন আলবেনিয়া থেকে ইতালি কত কিলোমিটার পথ এবং যেতে কত সময় লাগে এই সম্পর্কে। আজকের আর্টিকেলটিতে আমরা আলোচনা করব আলবেনিয়া থেকে ইতালি কত কিলোমিটার পথ এবং যেতে কত সময় লাগে, বিমান ভাড়া কত সে সম্পর্কে।

আলবেনিয়া দক্ষিণপূর্ব ইউরোপের বলাকান উপদ্বীপে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। দেশটির পশ্চিমে রয়েছে অ্যাড্রিয়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর রয়েছে। দেশটির আয়তন ২৮ হাজার ৭০০ কিলোমিটারের একটু বেশি এবং সরকারি নাম আলবেনিয়া প্রজাতন্ত্র।

আলবেনিয়া থেকে ইতালি কত কিলোমিটার?

আলবেনিয়া থেকে ইতালির দূরত্ব ৭৫৩ কিলোমিটার, মাইল হিসেবে ৪৬৭ মাইল এবং নটিক্যাল মাইল হিসেবে ৪০৬ নটিক্যাল মাইল।

আলবেনিয়া থেকে ইতালি বিমানে যেতে কতক্ষন লাগবে?

আলবিনিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগবে সেটি নির্ভর করবে আপনি কোন ধরনের ফ্লাইটে যাচ্ছেন তার উপরে। আলবেনিয়া থেকে ইতালি যাওয়ার ধরনের ফ্লাইট রয়েছেঃ একটি হল নন স্টপ এবং আরেকটি হলো ওয়ান স্টপ। ওয়ান স্টপ ফ্লাইটে আলবেনিয়া থেকে ইতালি যেতে ৪ থেকে ৭ ঘণ্টার মতো সময় লাগতে পারে আর যদি আপনি ননস্টপ ফ্লাইটে যান সে ক্ষেত্রে মাত্র ১ ঘন্টা ৩৫ মিনিট সময় লাগবে।

আলবেনিয়া থেকে ইতালি বিমান ভাড়া

আলবেনিয়া থেকে ইতালির বিমান ভাড়া এক এক সময় একেক রকম হয়ে থাকে। এছাড়াও ফ্লাইটের ধরন এবং সময়ের উপরেও এটি নির্ভরশীল। এয়ার লাইন্স ভেদে ও বিমান ভাড়া কম বেশি হয়ে থাকে। উদাহরণসরূপ, আপনি যদি এয়ার সার্বিয়া এয়ারলাইন্স এ যান সে ক্ষেত্রে ভাড়া লাগবে ১২,৬৪৭ টাকা। তবে আলবেনিয়া থেকে ইতালির বিমান ভাড়া গরে 10 থেকে 13 হাজার টাকার মধ্যে।

আলবেনিয়া কি সেনজেন ভুক্ত দেশ?

যদিও আলবেনিয়া ইউরোপের একটি অংশ তবুও এটি এখনো সেনজেনের আওতাভুক্ত নয়। শেনজেন এলাকা হলো ইউরোপের ২৬ টি দেশ নিয়ে গঠিত একটি অঞ্চল যেখানে উক্ত যে কোন দেশের নাগরিকেরা বাকি সবগুলো দেশে কোনরকম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে। সেনজেন ভুক্ত দেশগুলোর মধ্যে বেশিরভাগ দেশে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। যদিও আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের জন্য আবেদন করেছে তবে এখনো ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত হয়নি।

যেহেতু আলবেনিয়া সেঞ্জেন ভুক্ত দেশ নয় তাই আপনার যদি সেনজেনভুক্ত কোন দেশের নাগরিকত্ব থাকে তবুও আপনি ভিসা ছাড়া আলবিনিয়াতে প্রবেশ করতে পারবেন না এর জন্য আপনাকে ভিসা করতে হবে। আলবেনিয়া ইউরোপের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থাকছে এবং ভবিষ্যতে দেশটি ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন ভুক্ত দেশ হওয়া সম্ভাবনাও রয়েছে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url